Unity March at Agartala : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য র‌্যালীতে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Unity March at Agartala : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য র‌্যালীতে মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ৯ নভেম্বর : এক ভারত ও শক্তিশালী ভারত গড়ে তোলার ক্ষেত্রে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদান অনস্বীকার্য। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সোমবার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে স্বাধীন দেশের প্রথম উপ প্রধানমন্ত্রী প্রয়াত সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ইউনিটি মার্চ-এর উদ্বোধন করে একথা বলেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এই ইউনিটি মার্চ-এর আয়োজন করে।


অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক এই প্রথমবারের মতো ইউনিটি মার্চ-এর সূচনা করেছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় সারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রাজ্য সরকারও নানা কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো আমাদের মধ্যে দেশপ্রেমের ভাবনা জাগ্রত করা, দেশকে শক্তিশালী করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বল্লভভাই প্যাটেলের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শনের লক্ষ্যে ২০১৪ সালে ৩১ অক্টোবর তাঁর জন্মদিনটিকে একতা দিবস হিসেবে ঘোষণা করেন। আগে কোন প্রধানমন্ত্রী এই ঘোষণা দেননি। সাথে সাথে প্রধানমন্ত্রী দেশের যে সকল বীর সন্তান দেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের প্রতিও সম্মান জ্ঞাপনের উদ্যোগ নিয়েছেন।


 মুখ্যমন্ত্রী বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল এক ঐক্যবদ্ধ ও সমৃদ্ধশালী ভারত গড়তে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন ভারতের বৈচিত্র্যের মধ্যেই ঐক্য বিরাজমান। তিনি বলেন, ভারতের স্বাধীনতা লাভের পর সর্দার বল্লভভাই প্যাটেল প্রায় ৫৬২টি রাজন্যশাসিত অঞ্চলকে আমাদের দেশের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন। সেটা সম্ভব হয়েছিল যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবুও আজ আমরা দেখতে পাই দেশের ভিতরে ও বাইরে কিছু অশুভ শক্তি দেশকে দুর্বল করতে চাইছে। দেশের অখন্ডতা বিঘ্ন করার জন্য যারা এ ধরণের কাজে লিপ্ত রয়েছেন তাদের প্রতি আমাদের নজর রাখতে হবে।


অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক মিনারাণী সরকার, পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার প্রমুখ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। বৈদিক সংস্থার শিল্পীগণ বন্দেমাতরম সংগীতটি পরিবেশন করেন। মুখ্যমন্ত্রী ইউনিটি মার্চের বিষয়ে সকলকে শপথ বাক্য পাঠ করান। এরপর মুখ্যমন্ত্রী সবুজ পতাকা নেড়ে ও আকাশে বেলুন উড়িয়ে ইউনিটি মার্চের সূচনা করেন। 


ইউনিটি মার্চ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে শুরু হয়। ইউনিটি মার্চে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সাংসদ, ভারপ্রাপ্ত সভাধিপতি, বিধায়ক, জেলাশাসক ছাড়াও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডার্লং, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দী, অর্জুন পুরস্কার বিজয়ী মন্টু দেবনাথ সহ বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, টিএসআর-এর জওয়ানগণ, এনসিসি, এনএসএস-এর ক্যাডেটগণ, বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ অংশ নেন। এই পদযাত্রা হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। সমাপ্তি অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিস্কু রায় সকলকে নেশামুক্ত ভারত ও ত্রিপুরা গড়ার বিষয়ে শপথ বাক্য পাঠ করান।




Tripura Police : পুলিশ ধ্বংস করল ৪১০টি মডিফাইড সাইলেন্সার, শব্দ দূষণ রুখতে আগামী দিনে করা পদক্ষেপের হুঁশিয়ারি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad