শান্তিরবাজার, ১১ নভেম্বর : পূর্বেকার সরকার বহু বছর ধরে জনজাতিদের জন্য শুধু মায়াকান্না করেছে। বর্তমান রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের দিশায় নয়া উদ্যমে জনজাতিদের উন্নয়নে নানা কর্মসূচির বাস্তবায়ন করছে। জনজাতিদের শিক্ষা, সংস্কৃতি ও ভাষার বিকাশে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। মঙ্গলবার সাব্রুম মহকুমার মনুবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে জনজাতি মহিলা বয়ন শিল্পীদের মধ্যে সুতা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, পূর্বতন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জনজাতিদের উন্নয়নে আলাদা দপ্তর খুলেছিলেন। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে আলাদা করে মন্ত্রণালয় খুলেছেন। যাতে করে এই অঞ্চলের পিছিয়ে পড়া জনজাতিদের উন্নয়ন হয়। জনজাতিদের সম্মান বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী। স্বচ্ছতা, সততার মধ্য দিয়ে রাজ্য সরকার রাজ্যের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন করছে। এই সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার। মুখ্যমন্ত্রী নেশামুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং একাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সম্মানিত অতিথির ভাষণে বলেন, বর্তমান রাজ্য সরকার জনজাতিদের সম্মান ও ইজ্জত দিয়েছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জনজাতিদের উন্নয়নে নিরলস পরিশ্রম করছেন। আবাস তৈরি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্কুল ও ছাত্রাবাস তৈরি ইত্যাদি উন্নয়নের কাজ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। তিনি সরকারি অফিসার এবং জনজাতি সমাজপতিদের পরামর্শ নিয়ে উন্নয়ন কাজ পরিচালন করছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে।
অনুষ্ঠানে অন্যানাদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। স্বাগত বক্তব্য রাখেন হস্ততাঁত হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের অধিকর্তা অজিত শুরু দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফু মগ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহঃ সাজ্জাদ পি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম.ডি.সি কংজৎ মগ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা ২০ জনজাতি মহিলার হাতে সুতা তুলে দেন। সাবুম মহকুমায় দেড় হাজার জনজাতি মহিলাকে মুখ্যমন্ত্রী জনজাতি বয়ন উন্নয়ন প্রকল্পে সুতা বিতরণ করা হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন