Yarn Distribution : মনুবাজারে জনজাতি মহিলা বয়ন শিল্পীদের মধ্যে সুতা বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Yarn Distribution : মনুবাজারে জনজাতি মহিলা বয়ন শিল্পীদের মধ্যে সুতা বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Share This


 শান্তিরবাজার, ১১ নভেম্বর : পূর্বেকার সরকার বহু বছর ধরে জনজাতিদের জন্য শুধু মায়াকান্না করেছে। বর্তমান রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের দিশায় নয়া উদ্যমে জনজাতিদের উন্নয়নে নানা কর্মসূচির বাস্তবায়ন করছে। জনজাতিদের শিক্ষা, সংস্কৃতি ও ভাষার বিকাশে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। মঙ্গলবার সাব্রুম মহকুমার মনুবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে জনজাতি মহিলা বয়ন শিল্পীদের মধ্যে সুতা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী শ্রী সাহা জনজাতিদের উন্নয়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যাখ্যা করেন। ধরতি আবা জনজাতি প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের ১৯টি জনজাতি গোষ্ঠীর উন্নয়নে গৃহীত প্রত্যেকটি প্রকল্প সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা হবে। এজন্য জেলা ও মহকুমাস্তরে সরকারি আধিকারিক নিযুক্ত করা হয়েছে। বাজেটের ৪০ শতাংশ টাকা জনজাতিদের উন্নয়নে খরচ করা হবে। জনজাতি ছাত্রছাত্রীদের জন্য ২১টি একলব্য স্কুল নির্মাণ করা হচ্ছে। নতুন নতুন ছাত্রাবাস তৈরি করা হচ্ছে। জনজাতি মহিলাদের মধ্যে বস্ত্র বয়নের সুতা বিনামূল্যে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের ৫টি জেলায় জনজাতি মহিলাদের মধ্যে সুতা বিলি করা হয়েছে। প্রতি জনকে ১ কেজি ২০০ গ্রাম করে সুতা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের উন্নয়নই হলো সরকারের মূল লক্ষ্য। আমরা চাই জনজাতিরা এগিয়ে যাক। জনজাতিদের রিশা জিও ট্যাগিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এখন এই রিশা দিয়ে অতিথি অভ্যর্থনা করা হয়।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পূর্বতন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জনজাতিদের উন্নয়নে আলাদা দপ্তর খুলেছিলেন। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে আলাদা করে মন্ত্রণালয় খুলেছেন। যাতে করে এই অঞ্চলের পিছিয়ে পড়া জনজাতিদের উন্নয়ন হয়। জনজাতিদের সম্মান বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী। স্বচ্ছতা, সততার মধ্য দিয়ে রাজ্য সরকার রাজ্যের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন করছে। এই সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার। মুখ্যমন্ত্রী নেশামুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং একাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।


অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সম্মানিত অতিথির ভাষণে বলেন, বর্তমান রাজ্য সরকার জনজাতিদের সম্মান ও ইজ্জত দিয়েছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জনজাতিদের উন্নয়নে নিরলস পরিশ্রম করছেন। আবাস তৈরি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্কুল ও ছাত্রাবাস তৈরি ইত্যাদি উন্নয়নের কাজ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। তিনি সরকারি অফিসার এবং জনজাতি সমাজপতিদের পরামর্শ নিয়ে উন্নয়ন কাজ পরিচালন করছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে।


অনুষ্ঠানে অন্যানাদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। স্বাগত বক্তব্য রাখেন হস্ততাঁত হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের অধিকর্তা অজিত শুরু দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফু মগ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহঃ সাজ্জাদ পি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম.ডি.সি কংজৎ মগ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা ২০ জনজাতি মহিলার হাতে সুতা তুলে দেন। সাবুম মহকুমায় দেড় হাজার জনজাতি মহিলাকে মুখ্যমন্ত্রী জনজাতি বয়ন উন্নয়ন প্রকল্পে সুতা বিতরণ করা হবে।




Unity March at Agartala : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য র‌্যালীতে মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad