আগরতলা, ২৬ ডিসেম্বর : ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে রাজ্যজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার সকালে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক মাস ধরে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।
প্রয়াণের খবর পেয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববন্ধু সেন ছিলেন রাজ্যের একজন দীর্ঘদিনের প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব। ধর্মনগরসহ সমগ্র উত্তর জেলায় তিনি সকল স্তরের মানুষের কাছে অত্যন্ত আপনজন ছিলেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবেও তিনি সুপরিচিত ছিলেন। অধ্যক্ষ হিসেবে পবিত্র বিধানসভার অধিবেশন পরিচালনায় তিনি দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তাঁর মৃত্যু রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। মুখ্যমন্ত্রী প্রয়াত অধ্যক্ষের বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাঁর প্রয়াণের খবরে তিনি মর্মাহত। বিভিন্ন সামাজিক ক্ষেত্রে ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে তাঁর অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এই দুঃখের সময়ে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত অধ্যক্ষের শবদেহ আগামীকাল বেঙ্গালুরু থেকে আগরতলায় আনা হবে। তাঁর সম্মানে আজ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত তিনদিন রাজ্যজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই সময়কালে সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। এছাড়াও, আজ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে সরকার। বিশ্ববন্ধু সেনের প্রয়াণে রাজনৈতিক মহলসহ সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করছেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন