Dense Fog : ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার দাপটে বিপর্যস্ত বিমান ও রেল পরিষেবা, ঢাকার ৫ বিমান নামলো কোলকাতা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dense Fog : ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার দাপটে বিপর্যস্ত বিমান ও রেল পরিষেবা, ঢাকার ৫ বিমান নামলো কোলকাতা

Share This

 


কোলকাতা, ২৭ ডিসেম্বর : জাঁকিয়ে শীত পড়তেই বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের একাধিক অঞ্চলে ঘন কুয়াশার প্রভাব পড়েছে। শুক্রবার ভোর থেকেই ঢাকার আকাশ ঘন কুয়াশায় ঢেকে যায়, ফলে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এর সরাসরি প্রভাব পড়ে বিমান চলাচলে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে অন্তত পাঁচটি আন্তর্জাতিক বিমানকে কলকাতায় পাঠিয়ে দিতে হয়। এছাড়াও ঢাকার বদলে বাংলাদেশের অন্যান্য শহরের বিমানবন্দরে পাঠানো হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট।


তবে আবহাওয়াবিদ ও পরিবেশ বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সমস্যার নেপথ্যে শুধুমাত্র কুয়াশা নয়, তীব্র বায়ুদূষণও বড় কারণ। ঢাকায় ক্রমবর্ধমান পরিবেশ দূষণের ফলে বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়েছে। কুয়াশা ও ধোঁয়াশার সংমিশ্রণে দৃশ্যমানতা তলানিতে ঠেকেছে, যা বিমান চলাচলের ক্ষেত্রে বাড়তি ঝুঁকি তৈরি করছে।


অন্যদিকে, প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে আমেরিকার আকাশপথেও। তীব্র তুষারঝড়ের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এক হাজারেরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। নিউইয়র্ক, বস্টন, শিকাগো ও টরন্টো-সহ একাধিক বিমানবন্দরে প্রায় ১ হাজার ৬শোর কাছাকাছি বিমান বাতিল করা হয় এবং ৭ হাজারেরও বেশি বিমানের সময়সূচি পরিবর্তন করে পিছিয়ে দেওয়া হয়েছে। নিউইয়র্ক ও দক্ষিণ কানেটিকাটে প্রায় ৯ ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মার্কিন আবহাওয়া বিভাগ চূড়ান্ত সতর্কতা জারি করেছে।


শুধু বিমান নয়, ঘন কুয়াশার প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। ভারতের বিভিন্ন প্রান্তে দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ভারতীয় রেল সূত্রে জানা গেছে, অন্তত ১৯টি ট্রেন দু’ঘণ্টার বেশি দেরিতে চলছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।





Biswabandhu Sen passes away : প্রয়াত হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, রাজনৈতিক মহলে শোকের ছায়া


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad