Dr. B. R. Ambedkar : ড. বি.আর. আম্বেদকরের ৭০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রাজ্যপাল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr. B. R. Ambedkar : ড. বি.আর. আম্বেদকরের ৭০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রাজ্যপাল

Share This


 আগরতলা, ৬ ডিসেম্বর : শনিবার ভারতের সংবিধান প্রণেতা ড. বি.আর. আম্বেদকরের ৭০তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর মূল অনুষ্ঠানটি হয় উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে। এখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ড. বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে রাজ্যপাল বলেন, ড. বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে ভারতের সংবিধানের খসড়া প্রস্তুত করা হয়। তিনি সংবিধানে দেশের সকল জনগণের সমতা, স্বাধীনতা, সুযোগের সংস্থান করেছিলেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সংবিধানে সংরক্ষণ প্রথা চালু করেছিলেন। ভারতীয় নির্বাচন ব্যবস্থায় নারীদের অংশগ্রহণেরও সংস্থান রাখা হয়েছিল ভারতীয় সংবিধানে।


এই অনুষ্ঠানে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাসও দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ড. বি.আর. আম্বেদকরের অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের সচিব দীপা ডি. নায়ার এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মিনারাণী সরকার এবং বিধায়ক পিনাকী দাস চৌধুরী।





Government Job : ৩০ জনের হাতে তুলে দেওয়া হলো সফটওয়ার ডেভেলপার পদে চাকুরীর অফার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad