Fish Festival : মনুবাজারে দক্ষিণ জেলাভিত্তিক মৎস্য মেলার উদ্বোধনে সমবায়মন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Fish Festival : মনুবাজারে দক্ষিণ জেলাভিত্তিক মৎস্য মেলার উদ্বোধনে সমবায়মন্ত্রী

Share This


 সাব্রুম, ২০ ডিসেম্বর : এ রাজ্যে এক সময় বিভিন্ন খাদ্য সামগ্রীর জন্য প্রতিবেশী দেশ বা রাজ্যের উপর নির্ভরশীল থাকতে হতো। বর্তমানে আমাদের রাজ্য ধীরে ধীরে খাদ্যে স্বয়ম্ভর হয়ে উঠছে। রাজ্যের মাছচাষিরা মাছ উৎপাদনের মাধ্যমে মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করছেন। আজ মনুবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্র প্রাঙ্গণে দক্ষিণ জেলাভিত্তিক মৎস্য মেলার উদ্বোধন করে সমবায় ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন।


 সমবায়মন্ত্রী বলেন, রাজ্যের মাছচাষিরা আমাদের গর্ব। ত্রিপুরার যে কোনও সামাজিক অনুষ্ঠানে স্থানীয় মাছের অনেক চাহিদা রয়েছে। মাছচাষের মাধ্যমে বর্তমানে রাজ্যের বেকার যুবক যুবতীরা আত্মনির্ভর হচ্ছেন। সমবায়মন্ত্রী শ্রী নোয়াতিয়া আরও বলেন, মৎস্য দপ্তরের উদ্যোগে মাছচাষিদের মাছচাষের জন্য পুকুর খনন করে দেওয়া হচ্ছে। এছাড়া তাদের মাছচাষের জন্য প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে মাছের পোনা ও মাছের খাদ্য সামগ্রী দিয়ে মাছচাষে উৎসাহিত করা হচ্ছে।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক হেমন্ত দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাত লোধ প্রমুখ। জেলাভিত্তিক মৎস্য মেলাতে জেলার বিভিন্ন ব্লকের ২০ জন মৎস্যচাষি সুলভ মূল্যে মাছ বিক্রি করেন। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





Art and Culture : রবীন্দ্র ভবনে 'ত্রিপুরা সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমি' শীর্ষক অনুষ্ঠানে শিল্পী সন্মাননা দিলেন মুখ্যমন্ত্রী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad