Tragic Insident : কমলপুরে ইটভাট্টার চিমনি ধসে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪, আহত ৭ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tragic Insident : কমলপুরে ইটভাট্টার চিমনি ধসে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪, আহত ৭

Share This

 


আগরতলা, ১৭ ডিসেম্বর : ধলাই জেলার কমলপুর মহকুমার হালহালি অপারেশনকর এলাকায় সৌভিক পালের মালিকানাধীন ABC ইটভাট্টায় আজ চিমনি ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় মৃত্যু হয়  চার জন শ্রমিকের। নিহতরা হলেন সুবল দেবনাথ (৫৫), পিঙ্কু শীল (৩৭), অনিল গৌতম (৪৯) এবং সজল মালাকার (৪০)। দুর্ঘটনায় আরও সাত জন শ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার হঠাৎ করেই ইটভাট্টার উঁচু চিমনিটি ভেঙে পড়ে। সেই সময় সেখানে একাধিক শ্রমিক কাজ করছিলেন। চিমনির ভারী অংশ শ্রমিকদের উপর পড়লে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং অনেকে গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। তারা উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করে আহতদের কমলপুর ও আগরতলার বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে রয়েছেন হার্কিশ স্বরাজ (৬৫), হার্কিশ চৌহান (৫০), বিধু শর্মা (৪২) এবং সন্তোষ গুপ্তা (২৮) সহ আরও কয়েকজন।


এদিকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ব্যাপ্ত করেছেন। নিজের সামাজিক মাধ্যমে এই সম্পর্কে তিনি জানিয়েছেন, কমলপুরে ABC ইটভাট্টার চিমনি ধসে এই মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে তিনি অবহিত হয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রশাসন তদন্ত শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।





Development Initiatives : বন ও কৃষি ভিত্তিক ভ্যালু চেইন উন্ননের লক্ষ্যে পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টের সঙ্গে মউ স্বাক্ষরিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad