Tragic Insident : কমলপুরে ইটভাটার চিমনি ধসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫.১৬ লক্ষ টাকা এক্স-গ্রেশিয়া সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tragic Insident : কমলপুরে ইটভাটার চিমনি ধসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫.১৬ লক্ষ টাকা এক্স-গ্রেশিয়া সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share This

 


আগরতলা, ১৮ ডিসেম্বর : কমলপুর মহকুমার অপরেশকর এলাকায় অবস্থিত অপরেশকর ব্রিক ফ্যাক্টরিতে চিমনি ধসে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল সকাল প্রায় ১০টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর গোটা অপরেশকর ও পার্শ্ববর্তী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, ইটভাটার মরশুম শুরু হওয়ায় পুজোর পর কিছু শ্রমিক কাজ শুরু করেছিলেন। চিমনির নিচে একাধিক শ্রমিক কাজ করার সময় আচমকাই নবনির্মিত চিমনির একটি বড় অংশ ভেঙে পড়ে। ইট, সিমেন্ট ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে পড়েন শ্রমিকরা। স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। মহকুমা হাসপাতাল, মরাছড়া হাসপাতাল ও কমলপুর জেলখানা থেকে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।


এই দুর্ঘটনায় মৃতরা হলেন—সুবল দেবনাথ (৫৫), পিঙ্কুশী (৩৭), অনিল গৌতম (৪৯), সজল মালাকার (৩৭) ও বিধু শর্মা। অনিল গৌতম বিহারের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন সন্তোষ গুপ্তা, হরকিষান চৌহান ও হরকিষ সরোজ। গুরুতর আহত দুই শ্রমিককে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ইটভাটার মালিককে আটক করেছে এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এদিকে, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা শোকপ্রকাশ করে জানান, ধলাই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য মোট ২৫.১৬ লক্ষ টাকা এক্স-গ্রেশিয়া সহায়তা মঞ্জুর করা হয়েছে। মৃত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি গুরুতর ও কম গুরুতর আহতদের জন্য এসডিআরএফ তহবিল থেকে আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে রাজ্য সরকার শোকাহত পরিবার ও আহতদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে এবং দ্রুত ত্রাণ ও সহায়তা নিশ্চিত করা হবে।






Tragic Insident : কমলপুরে ইটভাট্টার চিমনি ধসে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪, আহত ৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad