Bhai Phota 2022 : সরকারি বাসভবনে ভাইফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Bhai Phota 2022 : সরকারি বাসভবনে ভাইফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ২৬ অক্টোবর :  মুখ্যমন্ত্রী  ডাঃ মানিক সাহা বুধবার ভাইফোঁটা উপলক্ষে তাঁর সরকারি বাসভবনে আয়োজিত ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোনরা এসে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে মুখ্যমন্ত্রীকে ভাইফোঁটা দেন। মুখ্যমন্ত্রী সবার হাতে উপহার তুলে দেন। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে বোনদের আশীর্বাদ ও স্নেহ মানুষের জন্য কাজ করার শক্তি যোগায়। নারী শক্তির উন্মেষ, স্বশক্তিকরণ ও নারীদের সর্বাঙ্গীন বিকাশে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ভ্রাতৃদ্বিতীয়া আমাদের কৃষ্টি ও সংস্কৃতির একটি অঙ্গ। মুখ্যমন্ত্রী ভ্রাতৃদ্বিতীয়ার পুণ্যক্ষণে বোনদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানান।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad