মোহনপুর,২৭ অক্টোবর : রাস পূর্ণিমা উপলক্ষে মোহনপুর মহকুমার ব্রহ্মকুণ্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর ৩দিনব্যাপী ঐতিহ্যবাহী ব্ৰহ্মকুণ্ড মেলা অনুষ্ঠিত হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর, মোহনপুর মহকুমা প্রশাসন এবং ব্রহ্মকুন্ড মেলা কমিটির উদ্যোগে এই মেলার আয়োজন করা হবে। মেলাকে সফল করে তুলতে বৃহস্পতিবার ব্রহ্মকুন্ড গ্রামপঞ্চায়েত কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা।
এদিনের সভায় উপস্থিত ছিলেন। পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, হেজামারা বিএসি'র ভাইস চেয়ারম্যান নিহার দেববর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, মোহনপুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, মোহনপুর ব্লকের বিডিও নারায়ণ চন্দ্র মজুমদার, মহকুমা পুলিশ আধিকারিক কমল কলই প্রমুখ। সভায় রাস পূর্ণিমা উপলক্ষে ব্রহ্মাকুন্ড মেলা সফল করে তুলতে একটি কার্যকরি কমিটি ও ৮টি উপকমিটি গঠন করা হয়েছে।
Bhai Phota 2022 : সরকারি বাসভবনে ভাইফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন