বিশালগড়, ২৭ অক্টোবর : রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে অনেক ক্রীড়া প্রতিভা রয়েছে। তাঁদের প্রতিভার বিকাশে খেলাধূলার মান উন্নয়নে সরকার উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছে। বৃহস্পতিবার চড়িলাম ব্লকের উত্তর চড়িলাম গ্রামপঞ্চায়েতে এক ইন্ডোর ব্যাডমিন্টন স্টেডিয়ামের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
স্টেডিয়ামের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী বলেন, জিমন্যাস্টিক, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি টেবিল টেনিস, ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলাধূলার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামস্তরেও এই উন্নত পরিকাঠামোর সুযোগ সম্প্রসারিত করা হচ্ছে। তিনি বলেন, যে পরিকাঠামো গড়ে উঠছে তাকে কাজে লাগাতে হবে। উল্লেখ্য, এই স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে ২৭ লক্ষ টাকা। স্টেডিয়ামটি নির্মাণ করেছে পূর্ত দপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চড়িলাম বিএসি'র চেয়ারম্যান জাকলু দেববর্মা, উত্তর চড়িলাম গ্রামপঞ্চায়েতের প্রধান অঞ্জনা সরকার দাস, চড়িলাম পঞ্চায়েত সমিতির সদস্য রাজকুমার দেবনাথ, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন