Army Recruitment Rally : ২-১৬ নভেম্বর আসাম রাইফেলস মাঠে আর্মি রিক্রুটমেন্ট র‍্যালি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Army Recruitment Rally : ২-১৬ নভেম্বর আসাম রাইফেলস মাঠে আর্মি রিক্রুটমেন্ট র‍্যালি

Share This


 আগরতলা, ২৮ অক্টোবর : আগামী ২ থেকে ১৬ নভেম্বর আগরতলার আসাম রাইফেলস মাঠে আর্মি রিক্রুটমেন্ট র‍্যালি অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। সভায় অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত, রিক্রুটমেন্ট র্যালির ইনচার্জ লেফটেন্যান্ট কর্ণেল রাজেশ কুমার, এসপি ট্রাফিক, আগরতলা পুরনিগম, পূর্ত, আরক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, অগ্নি নির্বাপক, শিক্ষা এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় আগামী ২- ১৬ নভেম্বর ১৫ দিনব্যাপী আর্মি রিক্রুটমেন্ট র‌্যালীতে ত্রিপুরা ও দক্ষিণ আসামের প্রার্থীগণ অংশ নেবেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad