SC Welfare : রাজ্যে বাবু জগজীবন রাম ছাত্রাবাস প্রকল্পে রাজ্যে চলতি অর্থ বছরে নির্মিত হবে ৩টি ছাত্রী নিবাস - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

SC Welfare : রাজ্যে বাবু জগজীবন রাম ছাত্রাবাস প্রকল্পে রাজ্যে চলতি অর্থ বছরে নির্মিত হবে ৩টি ছাত্রী নিবাস

Share This

 


আগরতলা, ২৮ অক্টোবর : ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রনালয়ের অধীনে বাবু জগজীবন রাম ছাত্রাবাস প্রকল্পে চলতি অর্থ বছরে রাজ্যে ৩টি ছাত্রী নিবাস নির্মাণ করা হবে। শুক্রবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্ৰ দাস একথা জানান। তিনি জানান, গোমতী জেলার রাঙ্গামাটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ১০০ আসন বিশিষ্ট ছাত্রী নিবাস, সাব্রুম মহকুমার থাইবং গ্রাম পঞ্চায়েতের ১ নং হরিণা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৫০ আসন বিশিষ্ট ছাত্রী নিবাস ও কুমারঘাট মহকুমার অন্তর্গত পাবিয়াছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ আসন বিশিষ্ট ছাত্রী নিবাসগুলি নির্মাণ করা হবে।


 সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী জানান, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় আজাদি কা অমৃত মহোৎসব প্রকল্পে কুমারঘাটে সর্দার বল্লবভাই প্যাটেল এবং আগরতলার কুঞ্জবনে ড. বি আর আম্বেদকরের ব্রোঞ্জ এর মূর্তি স্থাপনের জন্য ২০২২-২৩ অর্থবর্ষে ২ কোটি টাকা মঞ্জুরি পাওয়া গেছে। তিনি জানান, আগরতলার অফিসলেনের অদ্বৈত অতিথিশালায় সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের ফাইবারের মূর্তি স্থাপনের জন্য রাজ্য সরকারের তপশিলী জাতি কল্যাণ দপ্তর মোট ১.৫ লক্ষ টাকা মঞ্জুর করেছে। এই মূর্তিটি আগামী মাসের প্রথম সপ্তাহে উন্মোচন করার পরিকল্পনা রয়েছে। সাংবাদিক সম্মেলনে তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা উপস্থিত ছিলেন।




Army Recruitment Rally : ২-১৬ নভেম্বর আসাম রাইফেলস মাঠে আর্মি রিক্রুটমেন্ট র‍্যালি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad