Crime : আগরতলার নতুননগরে প্রকাশ্যে গুলি, আহত দুই, গ্রেপ্তার ২, একজন বনেদী ক্লাবের সম্পাদক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : আগরতলার নতুননগরে প্রকাশ্যে গুলি, আহত দুই, গ্রেপ্তার ২, একজন বনেদী ক্লাবের সম্পাদক

Share This

 


আগরতলা, ২৬ অক্টোবর : মঙ্গলবার রাত আটটা নাগাদ বন্দুক নিয়ে একদল দুষ্কৃতি হামলা চালায় আগরতলার নরসিংগড় থানা এলাকার নতুন নগর এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে। এই আক্রমণে গুলিবিদ্ধ হয় দুই যুবক। তাদের গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। আহতদের নাম সঞ্জয় দাস এবং হরিপদ দাস ।




 গুলিকান্ডের এই ঘটনায় বুধবার পুলিশ দু’জন অভিযুক্তকে গ্রেফতার করে।  অভিযুক্তদের নাম প্রভাকর ঘোষ এবং সন্তোষ দাস। এই দুই অভিযুক্ত এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা‌। এই ঘটনায় দু’টি মোটর গাড়ি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩২৬/৩০৭/৩৪ এবং ২৭(২) আর্মস অ্যাক্টে মামলা করা হয়েছে। এর কেস নাম্বার ২০২২ WAG ১৬৯। ধৃত প্রভাকর ঘোষ ভারতরত্ন ক্লাবের সম্পাদক। তাদের আজ আদালতে হাজির করা হবে।


 জানা গেছে নতুননগর এলাকার সোনার বাংলা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসা দুই ব্যক্তিকে লক্ষ্য করে একটি লাল রঙের ছোট গাড়ি থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে কয়েকজন দুষ্কৃতি। এই সময়ে এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসছিল সঞ্জয় দাস এবং হরিপদ দাস নামে দুই যুবক। কিন্তু গাড়ি নিয়ে আসা এই দুষ্কৃতিরা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আচমকা এই দুই ব্যক্তির উপর কেন গুলি চালাতে থাকে তা জানা যায়নি।

 



 ঘটনার পর স্থানীয় লোকেরা তাদের উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে বলেই খবর। ঘটনার খবর পেয়ে আগরতলা থেকে অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও সদর সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে।  তবে এই ঘটনায় নতুন নগর এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। বুধবারও এলাকায় রয়েছে পুলিশের ছয়লাপ।

 

শহরের বুকে পিস্তল নিয়ে হামলার ঘটনায় চিন্তিত সব মহল । প্রশ্ন দেখা দিয়েছে এটি কোন রাজনৈতিক ঘটনার প্রভাব না অন্য কোন বেআইনি ব্যবসাকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে এই ঘটনা। গেছে আক্রমণকারীরা অত্যাধুনিক হাতিয়ার থেকে গুলি চালিয়েছে। দুষ্কৃতিরা কমপক্ষে চার  রাউন্ড গুলি চালিয়েছে বলে পুলিশের অনুমান ।




Cyclone Sitrang update : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে বাংলাদেশের বিভিন্ন স্থানে নিহত ১৫ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad