ঢাকা, ২৫ অক্টোবর : ঘূর্ণিঝড় সিত্রাং ব্যাপক প্রভাব ফেলল বাংলাদেশ। এর তান্ডবে দেশের বিভিন্ন স্থানে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই দেশে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেই জেলাগুলি তার মধ্যে রয়েছে, কুমিল্লা, ভোলা, সিরাজগঞ্জ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), মুন্সীগঞ্জ, বরগুনা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া।
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় ঘরের উপর গাছ পড়ে একই পরিবারের তিনজনের প্রাণহানি ঘটেছে। নিহতেরা হলেন নিজাম উদ্দিন (২৮) তাঁর স্ত্রী সাথী আক্তার (২৪) ও মেয়ে লিজা (৪)। ভোলা জেলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে গাছের চাঁপায় মহিলাসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- সদরের ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মফিজুল হক (৬৫), দৌলতখান পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিবি খতেজা (৮০) ও চরফ্যশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মনির স্বর্ণকার (৩৫)।
সিরাজগঞ্জ জেলা সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুর্বমোহন ও শিল্পপার্কের মাঝখানে যমুনা নদীর ক্যানেলে সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- উপজেলার পুর্বমোহনপুর গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেন (২)। টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলায় সিত্রাংয়ের প্রভাবে গাছ চাপায় দুই মহিলার মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পাঁচ কাহিনীয়া ও বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেলায় সোমবার রাতে লৌহজং উপজেলার কনকসারে ঘরের উপর গাছ চাপা পড়ে মা আসমা বেগম (২৮) ও মেয়ে সুরাইয়ার (৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল রাজ্জাক গুরুতর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছে।
বরগুনা জেলা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের সোনাখালী বাজার এলাকায় গাছচাপা পড়ে আমেনা খাতুন নামের এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে। নোয়াখালী জেলার -সুবর্ণচরে গাছের চাপায় এক শিশু মারা গেছে। নিহত শিশুর নাম স্নেহা (১)। সে ওই উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া গ্রামের এডভোকেট আবদুল্লার মেয়ে সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে ঝড়ে সময় ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে জয়নাল আবেদীন ভুইয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
Diwali News 2022 : উদয়পুরের মাতাবাড়িতে দীপাবলি মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন