Diwali News 2022 : উদয়পুরের মাতাবাড়িতে দীপাবলি মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Diwali News 2022 : উদয়পুরের মাতাবাড়িতে দীপাবলি মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Share This


 উদয়পুর, ২৪ অক্টোবর : দেশের প্রধানমন্ত্রী চাইছেন গোটা দেশের দর্শনীয় স্থান গুলির তথা ধর্মীয় স্থানগুলির উন্নতি সাধন । সেই লক্ষ্যেই উদয়পুরে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। প্রসাদ প্রকল্পে আগামী দিনে দেশে উল্লেখযোগ্য সুন্দর মন্দির হিসেবে গড়ে উঠবে উদয়পুর মাতাবাড়ি মন্দির। সোমবার সন্ধ্যায় উদয়পুরের মাতাবাড়িতে দীপাবলি মেলার উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন বিগত দিনের মতো বর্তমান সরকার নাস্তিকতায় বিশ্বাস করে না, এ সরকার আস্তিকতায় বিশ্বাস করে। তাই মানুষের ধর্মীয় ভাবাবেককে উৎসাহিত করে কাজ করে চলেছে বর্তমান সরকার।


মুখ্যমন্ত্রী বলেন, উদয়পুরের মাতাবাড়ি মন্দির ৫২১ বছর পেরিয়ে এ বছর ৫২২ বছরে পদার্পণ করল। এই মন্দির দর্শনে শুধু সারা ত্রিপুরা রাজ্যের মানুষ নয়, বাংলাদেশ সহ বহু বিদেশি পর্যটকরাও এই মন্দির দর্শনে আসেন। আগের তুলনায় যাতায়াত ব্যবস্থা বেশ উন্নত হওয়ায়, এই দীপাবলি মেলাকে ঘিরে ব্যাপক লোক সমাগম হয়ে থাকে। কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও যারা দীপাবলি মেলায় উপস্থিত হয়েছেন তাতে নিজের খুশি ব্যক্ত করেন তিনি।




অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার বিস্তৃত ব্যাখ্যা তুলে ধরেন । কি কারনে দীপাবলি মেলাকে কেন্দ্র করে স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে, তাও খুলে বলেন মুখ্যমন্ত্রী। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, প্রকৃতির উপর কারো হাত নেই। তারপরেও ত্রিপুরাসুন্দরী মায়ের কাছে তিনি প্রার্থনা করেছেন যাতে কোন ক্ষয়ক্ষতি না হয়। তারপরেও সব রকমের ব্যবস্থা সরকার নিয়েছে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন । জনসাধারণের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র, পেট্রোল, ডিজেল, খাদ্য সামগ্রীর যথেষ্ট মজুদ আছে বলেও তিনি উল্লেখ করেন।




অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দীপাবলি মেলা জাতি জনজাতি সকল অংশের মেলা । মেলা মানেই মেলবন্ধন । এই মেলবন্ধনকে পুঁজি করেই সরকার চলতে চায়। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন দীপাবলি মেলা কমিটির চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া, কৃষি ও পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী সহ অন্যান্যরা।




High Level Meeting : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, পরিস্থিতি মোকাবিলায় সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad