আগরতলা, ১২ এপ্রিল : জনতার সেবায় আবারো পুরনো মেজাজে ফিরলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বুধবার সকালে আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জী লেন স্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোতে দীর্ঘ সময় ধরে শুনলেন জনতার নানা অভাব অভিযোগ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, ওএসডি প্রণবানন্দ সরকার ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
এদিন সকালে মুখ্যমন্ত্রী জনতার অভাব অভিযোগ সরাসরি শোনার অপেক্ষায় বসলে, কেউ আসেন রেশন কার্ডের সমস্যা সমাধানের লক্ষ্যে, কেউ স্কুলে ভর্তি বা কেউ মুখ্যমন্ত্রীর কাছে চান জমি সংক্রান্ত সমস্যার সমাধান। আবার কেউ আসেন উন্নত চিকিৎসার জন্য সহায়তা চাইতে। বেশ কয়েকটি ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে দেখা যায় তৎক্ষণাৎ সমস্যার সমাধান করে দিতে।
এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সাথে সাক্ষাৎ করে নিজের বর্তমান জটিল অবস্থার কথা তুলে ধরতে আসেন শিশু বিহার স্কুলের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী অস্মিতা দেব। যদিও তার বর্তমান অবস্থা সম্পর্কে আগেই সামাজিক মাধ্যম থেকে অবহিত হন মুখ্যমন্ত্রী এবং এই বিষয়ে তাঁর মতামত সামাজিক মাধ্যমে প্রকাশও করেন। অস্মিতার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে তৃতীয় ধাপে লড়াই করছেন, ঠাকুমাও অসুস্থ। যদিও অস্মিতা এবছর স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছে। তারপরেও আগামী দিনে পড়াশোনা এবং বাবার চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করে মেধাবী এই ছাত্রী। মুখ্যমন্ত্রীও তাকে সর্বতোভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা শত কর্মব্যস্ততার মধ্যেও সামাজিক মাধ্যমে মেধাবী ছাত্রী অস্মিতাকে সাড়া দিয়েছেন। তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। এতে অস্মিতা এবং তার পরিবার সাংবাদিকদের সামনে নিজের খুশি ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, এখন থেকে প্রতি সপ্তাহে একবার জনগণের অভাব অভিযোগ সরাসরি শুনবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এজন্য রাজ্যের যেকোন প্রান্তের লোকজন নিজেদের সমস্যার কথা জানানোর জন্য আবেদন করতে পারবেন মহাকরণে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে। এতে অবশ্যই থাকতে হবে সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নাম্বার । আবেদন পোস্ট অফিসের মাধ্যমেও করা যাবে । তবে, কবে কোথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ মিলবে, তার সময় এবং স্থান পরে জানানো হবে বুধবার মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন