Crime : ১১ রোহিঙ্গা ও বাংলাদেশী আটকের ৫ দিনের মাথায় আগরতলায় আটক বিদেশি জঙ্গি সংগঠনের দুই সন্দেহভাজন সহযোগী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : ১১ রোহিঙ্গা ও বাংলাদেশী আটকের ৫ দিনের মাথায় আগরতলায় আটক বিদেশি জঙ্গি সংগঠনের দুই সন্দেহভাজন সহযোগী

Share This


 আগরতলা, ২১ জুন :  বুধবার সকালে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অশ্বিনী মার্কেট এলাকা থেকে আটক করে সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গির সংগঠনের দুই সহযোগীকে।  ধৃতদের নাম ইয়াকুব ইয়াজদানবক্স, এবং অপর ব্যক্তির নাম শাহীন মন্ডল, জানা গেছে তাদের মধ্যে একজনের বাড়ি ইরানে। পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি মোবাইল সহ বেশ কিছু ভূয়ো আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করে। 


ঘটনার বিবরণী প্রকাশ এদিন সকালে স্থানীয় এলাকাবাসীরা সন্দেহভাজন এই দুই ব্যক্তির মোবাইলে পাকিস্তানের জঙ্গি সংগঠনের বেশ কিছু ছবি সহ অন্যান্য তথ্য পায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী তাদের করণ করে আমতলী থানায় খবর দেয়।  খবর পেয়ে আমতলীর এস ডি পি ও এবং আমতলী থানার ওসি এদের আটক করে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আমতলী থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন দুজনের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা কি স্বীকারোক্তি দিয়েছে তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বীকার করেননি।


 তবে অশ্বিনী মার্কেট এলাকার মানুষ সন্দেহ করছে ধৃতরা পাকিস্তানি জঙ্গি সংগঠনের গুপ্তচর হয়ে কোন বড় ধরনের চক্রান্ত করার জন্য রাজ্যে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে বৃহস্পতিবার ধৃতদের পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করা হবে। একই সাথে পুলিশ তাদের রিমান্ডেরও আবেদন করবে বলে জানা গেছে।


উল্লেখ্য মাত্র পাঁচ দিন আগে ৭ বাংলাদেশি ও ৪ রোহিঙ্গাকে কদমতলা থানার পুলিশ আটক করে।  পুলিশ জানিয়েছে বাংলাদেশে ছেড়ে ত্রিপুরা হয়ে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিলো ধৃতরা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৩ ভারতীয় গাড়ি চালককেও আটক পুলিশ। এর পরপরই শহরতলী এলাকা থেকে বিদেশি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে দুজনের আটক হওয়ার ঘটনায় জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে।




Rath Yatra 2023 : আগরতলার ইস্কন মন্দিরের বর্ণাঢ্য রথযাত্রার দড়িতে টান দিলেন  মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad