Rath Yatra 2023 : আগরতলার ইস্কন মন্দিরের বর্ণাঢ্য রথযাত্রার দড়িতে টান দিলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Rath Yatra 2023 : আগরতলার ইস্কন মন্দিরের বর্ণাঢ্য রথযাত্রার দড়িতে টান দিলেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২০ জুন : রাজ্যে রথযাত্রা উৎসবের বর্ণময় ঐতিহ্য রয়েছে। মানুষ সারা বছর প্রতীক্ষায় থাকেন এই রথযাত্রা উৎসবে সামিল হওয়ার জন্য। মঙ্গলবার আগরতলার মঠ চৌমুহনিস্থিত ইসকন মন্দিরের রথের দড়ি টেনে ইসকনের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ইসকনের উদ্যোগে এই রথযাত্রা উৎসব আজ সমগ্র বিশ্বে উদযাপিত হচ্ছে। ভারতের রথযাত্রার গৌরবময় ঐতিহ্য ও সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের মাঝে তুলে ধরার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। রথযাত্রা উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে প্রীতি ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, আগরতলার ইসকন মিশনের যুগ্ম অধ্যক্ষ শ্রীদাম গোবিন্দ দাস প্রমুখ।


রথযাত্রার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ভগবান শুধুমাত্র মন্দিরেই থাকেন না। তিনি সাধারণ মানুষের মধ্যে সর্বদা বিরাজমান। এই রথযাত্রার মাধ্যমে ভগবান মানুষের মধ্যে থেকে সবাইকে নিয়ে এগিয়ে চলেন। মহামিলনের রথযাত্রা উৎসব সেই দিককেই নির্দেশ করে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সকলের উন্নয়নে কাজ করছে। আগরতলার জগন্নাথ বাড়ি থেকে শুরু করে মেলাঘরেও ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ঘটা করে পালিত হয়। মুখ্যমন্ত্রী বলেন, ঈশ্বর সর্বশক্তিমান। সবাইকে আস্তিকতার মননচিত্তে মিলিতভাবে ত্রিপুরাকে উন্নত রাজ্য বানাতে এগিয়ে আসতে হবে।


এদিকে বৃষ্টি ভেজা আবহাওয়াওকে হার মানিয়ে রথযাত্রাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় । এদিন জগন্নাথ জিও মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথের বিগ্রহ স্থাপনকে কেন্দ্র করে রথের দড়িতে টান দেয়া পর্যন্ত জনঢল নামে জগন্নাথ বাড়ি রোডে। পাশাপাশি এখানে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে অন্যান্য বছরের মতো এবারও বাহারি পসরা সাজিয়ে বসে মেলা।




অন্যদিকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন বিকেলে বড়দোয়ালীস্থিত তালতলা কালীমন্দির প্রাঙ্গণে শুভ রথযাত্রা-২০২৩ উৎসবেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগরতলা পুরনিগমের ৪০ নং ওয়ার্ড এই শুভ রথযাত্রার আয়োজন করে। রথযাত্রার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী তালতলা কালীমন্দিরে রাজ্যবাসীর কল্যাণে প্রার্থনা করেন। এরপর মুখ্যমন্ত্রী জগন্নাথের বিগ্রহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী, সমাজসেবী অসীম ভট্টাচার্য, সমাজসেবী সঞ্জয় সাহা, সমাজসেবী জয়ন্ত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর এই শুভ রথযাত্রা ৪০ নং ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে।




Yoga : ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 'যোগা হেলথ্ এন্ড হ্যাপিনেস' শীর্ষক দুইদিন ব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad