Accident : ধান ক্ষেতে উল্টে গেল যাত্রী বোঝাই অটো, গুরতর আহত ৬ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Accident : ধান ক্ষেতে উল্টে গেল যাত্রী বোঝাই অটো, গুরতর আহত ৬

Share This


খোয়াই, ১১ জুলাই :
খোয়াইয়ে যাত্রীসহ সড়ক থেকে ছিটকে ধান ক্ষেতে উল্টে গেল অটো, গুরতর আহত হলেন ৬ জন যাত্রী। ঘটনা মঙ্গলবার দুপুরে খোয়াই সোনাতলা মজুমদার পাড়ায় এলাকায় । ঘটনার পরেই দমকলের কর্মীরা আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করে দেয়া হয় । বাকি চারজনের চিকিৎসা বর্তমানে খোয়াই হাসপাতালে চলছে।


ঘটনার বিবরণে জানা যায় এদিন দুপুরে খোয়াই মোটর স্ট্যান্ড থেকে TR 06 2644 নম্বরের একটি অটো ছয় জন যাত্রী নিয়ে চেবরী উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে অটোটি ধান ক্ষেতে উল্টে যায়। এতে চালক সহ আহত হয় ছয় জন । এলাকার লোকজন দুর্ঘটনাটি প্রত্যক্ষ করে আহতদের উদ্ধারের চেষ্টা করে। একই সাথে দমকলের কর্মীদেরও খবর দেয়। পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা।


আহতদের খোয়ায় জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রত্যেকের প্রাথমিক চিকিৎসা করেন।  এরমধ্যে আহত দুই জনকে খোয়াই জেলা হাসপাতালে থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এই ঘটনায় আহত দের নাম পাপিয়া রুদ্র পাল বয়স ২০ বছর , বাড়ি খোয়াই চেবরী এলাকায়। জয়শ্রী দেব, বাড়ি খোয়াই সোনাতলা। অজয় দাস, বাড়ি খোয়াই তবলা বাড়ি। মনিকা দেব ধর, বাড়ি খোয়াই রামচন্দ্র ঘাট।   মিষ্টা ধর, বয়স ১২ বছর, বাড়ি খোয়াই রামচন্দ্র ঘাট। হীরেন্দ্র চন্দ্র শীল, বয়স ৬৫ বছর, বাড়ি খোয়াই সোনাতলা। অটোটির অনিয়ন্ত্রিত গতির কারণেই এই দুর্ঘটনা বলে এলাকাবাসীদের বক্তব্য।




এদিকে মঙ্গলবার সকালে আগরতলার বটতলা এলাকায় এক অটো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক সাধারণ পথচারী। আহত ব্যক্তির নাম প্রসেনজিৎ দত্ত। তিনি পেশায় দিনমজুর বলে জানা গেছে । ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতোই বটতলায় কাজের সন্ধানে আসেন ওই শ্রমিক। একসময় দ্রুতগতিতে একটি অটো এসে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে যায় । অন্যান্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশ এবং দমকলকে খবর দেয় । পরে দমকলের কর্মীরা তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যায় । সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয় । চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী আহত ব্যক্তির বুকের পাঁজর ভেঙ্গে গেছে।



Tripura Assembly News : আগরতলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো'র শাখা স্থাপনে আগ্রহী রাজ্য সরকার 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad