উদয়পুর, ১২ জুলাই : উদয়পুর মাতাবাড়ি কল্যাণ দীঘির জলে নর কঙ্কালের মুন্ড উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে l বুধবার সকালে স্থানীয় জনগন প্রাতঃভ্রমণে বেড়িয়ে দেখে, কল্যাণ দীঘির জলে ভেসে আছে নর কঙ্কালের মুন্ড l খবর যায় পুলিশে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। জল থেকে নরমুন্ডু উদ্ধার করে তদন্ত শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, কিভাবে এবং কোথায় থেকে এলো এই নর কঙ্কালের মুন্ড। এই ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ কঙ্কালটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাবার সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, এটি নর কঙ্কালের মুন্ড মনে হচ্ছে। তবে কোথা থেকে এই দীঘিতে নর কঙ্কালের মুন্ডটি এল তা এখনই বলা যাচ্ছে না। আবার আগে থেকেই এখানে কঙ্কালটি থাকতে পারে এমনও বলা যাচ্ছে না। সবকিছুই তদন্তের পর জানা যাবে।
মন্দিরে পুরোহিতের বক্তব্য অনুযায়ী, বাইরে থেকে কে বা কারা হয়তো কল্যাণ সাগর দিঘিতে এই নরমুন্ডের কঙ্কালটি ফেলে দিয়ে থাকতে পারে। কল্যান সাগরের দীঘির জল বড়ই পবিত্র, এখানে কোনভাবেই নর কঙ্কাল থাকার কথা নয়। তবে পবিত্র এই দীঘির জলে নর কঙ্কাল ভেসে ওঠাকে ভালোভাবে নেয়া যাচ্ছে না । আগামীদিনে শাস্ত্র বিধি মেনে এই জলকে শোধন করার চিন্তা-ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
Accident : ধান ক্ষেতে উল্টে গেল যাত্রী বোঝাই অটো, গুরতর আহত ৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন