Bye Election : বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ আগস্ট - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Bye Election : বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ আগস্ট

Share This

 


আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৩ অনুষ্ঠিত হবে। ভারতের নির্বাচন কমিশন গত ৮ আগস্ট, ২০২৩ রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের শূন্য আসনে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে। এই দুটি বিধানসভা কেন্দ্র হল ২০-বক্সনগর এবং ২৩-ধনপুর। বুধবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে অনুষ্ঠিত সাংবাদিক সন্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল রাজ্যে উপনির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরে একথা জানান। নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘন্ট অনুসারে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে ৫ সেপ্টেম্বর ২০২৩। আজ উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ আগস্ট, ২০২৩। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ১৮ আগস্ট । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২১ আগস্ট। ভোট গণনা হবে আগামী ৮ সেপ্টেম্বর। আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৩-এর মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে।


সাংবাদিক সন্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল জানান, ২০- বক্সনগর কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিপাহীজলা জেলার সিনিয়র ডেপুটি কালেক্টর। এছাড়া বিডিও বক্সনগর, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর এবং সোনামুড়া রেভিনিউ সার্কেলের ডেপুটি কালেক্টর ও মাজিস্টেট অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন। ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা। এছাড়া এই কেন্দ্রে কাঁঠালিয়া ব্লকের বিডিও, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর নং ৩ এবং কাঁঠালিয়া ব্লকের অতিরিক্ত বিডিও অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। তিনি জানান, ২০-বক্সনগর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩ হাজার ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২২ হাজার ১৬৬ জন এবং মহিলা ভোটার ২০ হাজার ৯২১ জন রয়েছেন। এছাড়াও সার্ভিস ভোটার ৭৫ জন, ৮০ উর্ধ্ব ভোটার ৫১০ জন এবং দিব্যাঙ্গ ভোটার রয়েছেন ১৯৮ জন। ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৫০ হাজার ১৪৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৫ হাজার ৯৪৪ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ২০৩ জন রয়েছেন। তাছাড়াও এই কেন্দ্রে সার্ভিস ভোটার রয়েছেন ৮৫ জন, ৮০ উর্ধ্ব ভোটার রয়েছেন ৭০৭ জন এবং দিব্যাঙ্গ ভোটার ২৬৫ জন রয়েছেন।


এপ্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ৮০ উর্ধ্ব ভোটার এবং দিব্যাঙ্গজনরা বাড়িতে নাকি নিজস্ব ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোটদান করবেন, তার মতামত মনোনয়নপত্র দাখিল শুরু হওয়ার ৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫১টি এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫৯টি। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে পানীয়জল, বিদ্যুৎ সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে। মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল জানান, ২টি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণার সাথে সাথেই নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। সিপাহীজলা জেলার সম্পূর্ণ এলাকায় নির্বাচনী আদর্শ আচরণবিধি কার্যকর থাকবে।


মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানান, উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মুখ্যসচিব, ডিজিপি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সাথে ইতিমধ্যেই বৈঠক করা হয়েছে। তিনি জানান, হিংসা মুক্ত অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা সহ সমস্ত ধরণের উদ্যোগ গ্রহণ করা হবে। ভোটগ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিং এরও ব্যবস্থা থাকবে। সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগ এবং ডেপুটি সিইও উৎপল চাকমা উপস্থিত ছিলেন।





Mukhyamantri Samipeshu : বঞ্চিত দিব্যাঙ্গজন ধীরেন্দ্র মন্ডলের সামাজিক ভাতার ব্যবস্থা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad