আগরতলা, ১১ আগস্ট : আগামী ১৫ আগস্ট বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলার আসাম রাইফেলস ময়দানে। এদিন সকাল ৯ টা ১০ মিনিটে আসাম রাইফেলস ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। জাতীয় পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী সেলামি প্যারেড পরিদর্শন করবেন এবং সমর শিক্ষার্থী বাহিনী ক্যাডেট ও আধিকারিকদের ও বনবিভাগের আধিকারিকদের পুরস্কার ও পদক প্রদান করবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপর থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্বাধীনতা দিবসের কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৪ আগস্ট সারা দিনব্যাপী আগরতলা শহর পরিচ্ছন্নতা কর্মসূচি রূপায়ণ করা হবে। সকাল ৬ টায় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে মহিলাদের জন্য ৩ কিলোমিটার এবং পুরুষদের জন্য ৫ কিলোমিটার ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা৷ সকাল ১১ টায় আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে বীরদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। তাছাড়াও আজাদি কা অমৃত মহোৎসবের সমাপ্তি উপলক্ষে ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট রাজ্যে গতবছরের মতো হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে।
১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হবে সকাল ৫ টায় প্রভাতফেরির মাধ্যমে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগরতলা শহরের প্রধান প্রধান সড়কে প্রভাতফেরি করবে। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন বেসরকারি ভবন এবং নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭ টায় সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সকাল ৭ টায় বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পুর নিগম, গ্রাম পঞ্চায়েত কার্যালয়, ভিলেজ কমিটির কার্যালয় এবং টিটিএএডিসি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮ টায় সার্কিট হাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্ম গান্ধীর মূর্তিতে মাল্যদান করে সকাল ৮ টা ১৫ মিনিটে গান্ধীঘাটস্থিত গান্ধী বেদিতে ও লিচুবাগানস্থিত এলবার্ট এক্কা পার্কের শহীদ মিনারে সকাল ৮ টা ৩৫ মিনিটে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করবেন রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য। বিকাল ৫ টায় নতুন রাজভবনে আয়োজন করা হয়েছে ঘরোয়া অনুষ্ঠানের। স্বাধীনতা দিবসের কর্মসূচির অঙ্গ হিসেবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৫ আগস্ট সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের জন্য সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আগরতলা শহরের কিছু এলাকায় যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাছাড়া কিছু এলাকা নো-পার্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৫ আগস্ট সবধরণের ব্যক্তিগত গাড়ি / বাণিজ্যিক গাড়ি / বিচক্রযান / ই-রিক্সা/ রিক্সা এবং ঠেলা গাড়ি গোর্খাবস্তি থেকে দক্ষিণ দিকে, বুদ্ধমন্দির থেকে উত্তর দিকে এবং মালঞ্চ নিবাস থেকে সার্কিট হাউসের দিকে চলাচল করতে পারবে না। তবে স্কুলের শিশুদের গাড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবেনা। উল্লিখিত সময়ে কোন রোগীকে জিবি হাসপাতালে যেতে হলে অভয়নগর বাজার-কুমারিটিলা হয়ে জিবি হাসপাতালে যেতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পুরানো রাজভবনের প্রধান গেইট থেকে বুদ্ধমন্দির পর্যন্ত রাস্তার দু'দিক, বুদ্ধমন্দির থেকে পুরানো ১ নং এমভাল তা হোস্টেল-ক্যান্টনমেন্ট রোডের দু'দিক, বুদ্ধমন্দির থেকে অভয়নগর পোস্ট অফিস পর্যন্ত জায়গা উল্লিখিত সময়ের জন্য নো-পার্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। বিমান যাত্রীদের অনুরোধ করা হয়েছে তারা যেন বিমানবন্দরে যাওয়ার সময় দুর্গা চৌমুহনী থেকে বড়জলা রাস্তা (পঞ্চবটি কালিমন্দির হয়ে) ব্যবহার করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন