Co-Operative Minister : '৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম' কর্মসূচিতে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক মেলার উদ্বোধনে সমবায় মন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Co-Operative Minister : '৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম' কর্মসূচিতে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক মেলার উদ্বোধনে সমবায় মন্ত্রী

Share This


 বিলোনীয়া, ১২ আগস্ট : ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি ধীরো কে নাম কর্মসূচিতে শনিবার বিলোনীয়ার পুরাতন টাউন হল প্রাঙ্গণে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক মেলার উদ্বোধন হয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ।

 

 মেলার উদ্বোধন করে সমবায় মন্ত্রী বলেন, আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে ও দেশের অখন্ডতা রক্ষায় যে সমস্ত বীর সন্তানরা নিজেদের জীবন বলিদান দিয়েছেন তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য রাজ্য সরকার এই কর্মসূচি নিয়েছে। রাজ্যের ৭৫টি সীমান্ত গ্রাম এলাকায় এই কর্মসূচিতে সাংস্কৃতিক কর্মশালা, ক্রীড়া প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ এ বিলোনীয় মহকুমার মহকুমা শাসক রতন ভৌমিক এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক সন্তোষ দাস।


মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ১০ জন স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাছাড়া ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম কর্মসূচিতে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। জেলাভিত্তিক এই মেলা উপলক্ষে বিভিন্ন দপ্তরের ৩০টি উন্নয়নমূলক প্রদর্শনী মন্ডপ খোলা হয়। তাছাড়াও অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্রেডিশনাল ফুড ফেস্টিভাল।




Independence Day :  বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ্যে উদযাপিত হবে স্বাধীনতা দিবস, আগরতলা শহরে থাকবে যানবাহন চলাচলে বিধিনিষেধ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad