Dr Manik Saha : চলতি অর্থবছরে রাজ্যে ৫৫ কোটি টাকা ব্যয়ে ১০০টি উপস্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr Manik Saha : চলতি অর্থবছরে রাজ্যে ৫৫ কোটি টাকা ব্যয়ে ১০০টি উপস্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে

Share This

 


আগরতলা, ১৩ আগস্ট : রাজ্যে মেডিক্যাল হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে মৌলিক স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালি করতে ১০০টি উপস্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। এজন্য ব্যয় হবে ৫৫ কোটি টাকা। রবিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ভট্টপুকুরস্থিত নিবেদিতা সংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকার শুধু কথায় নয়, কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে চায়। রাজ্যের সার্বিক বিকাশে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণেও সরকার অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, রক্তদান মহৎ দান৷ রক্তদান জীবন দান। সমাজে অনেক দান আছে। যেমন, চক্ষুদান, লিভারদান, কিডনীদান, বস্ত্রদান, শিক্ষাদান প্রভৃতি। সব দানের উপরে রয়েছে রক্তদান। রক্তের এ, বি, এবি, এবং ও এই চারটি গ্রুপ রয়েছে। তবে যখন যে ব্যক্তির যে রক্ত লাগে সেটা দিতে হয়। রক্ত পৃথকীকরণের জন্য রাজ্যে সরকারি ও বেসরকারি ৭টি সেন্টার রয়েছে। রাজ্যে সরকারি ১২টি এবং বেসরকারি ২টি ব্লাড ব্যাংক রয়েছে।


রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে এখন চিকিৎসা পরিষেবার বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এখন রোগীদের বাইরে যাবার প্রবণতা অনেক কমেছে। রাজ্যে ডেন্টাল কলেজ চালু করা হয়েছে। কিছুদিন আগে ত্রিপুরা নার্সিং কলেজ চালু করা হয়েছে। এতে ৫০ জন ছাত্রছাত্রী বিএসসি নার্সিং পড়ছে। প্রত্যেক জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে রাজ্যিক হাসপাতালগুলিতে রোগীর ভিড় হ্রাস পায়। তিনি বলেন, বর্তমানে রাজ্যের ৩টি জেলায় লেভেল থ্রি ট্রমা সেন্টার চালু রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূল লক্ষ্য হলো উন্নয়ন। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় আমাদের রাজ্যের ১৩ লক্ষ লোকের মধ্যে আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়েছে। এবারের বাজেটে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় ৪ লক্ষ ৭৫ হাজার পরিবারকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার আওতার আনার সংস্থান রাখা হয়েছে। এই প্রকল্পে রাজ্য সরকার প্রতি বছর ৫৯ কোটি টাকা ব্যয় করবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল বাপী দাস, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, সমাজসেবী সঞ্জয় সাহা, সামাজসেবী অসীম ভট্টাচার্য, নিবেদিতা সংঘের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নিবেদিতা সংঘের সভাপতি রূপক চক্রবর্তী। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন ও রক্তদাতাদের উৎসাহিত করেন। উল্লেখ্য, হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৩৩ জন রক্তদান করেন।




Co-Operative Minister : '৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম' কর্মসূচিতে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক মেলার উদ্বোধনে সমবায় মন্ত্রী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad