আগরতলা, ৩০ আগস্ট : আগামী ৫ সেপ্টেম্বর, ২০১৩ (মঙ্গলবার) ২০-বক্সনগর এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ভারতের নির্বাচন কমিশন থেকে এক আদেশে বলা হয়েছে ভোটগ্রহণের দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়ে কোনো ধরনের এক্সিট পোল করা এবং মুদ্রণ ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমে বা অন্য কোনোভাবে প্রচার করা যাবে না। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ১২৬-এ নং ধারার (১) উপধারা অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন এই নির্দেশ জারি করেছে। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ১২৬ (১) (বি) ধারা অনুযায়ী ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার আগে ৪৮ ঘন্টা সময়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত কোনও বিষয় প্রদর্শন করা, ওপিনিয়ন পোল করা অথবা কোনও ধরনের নির্বাচনী সমীক্ষা বৈদ্যুতিন প্রচার মাধ্যমে প্রচার করা যাবে না। ভারতীয় নির্বাচন কমিশনের সচিব এক আদেশ অনুসারে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ইউ জে মগ এ সংবাদ জানিয়েছেন।
অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানিয়েছেন, রাজ্যের প্রায় একশো শতাংশ ভোটারের সচিত্র ভোটার পরিচয়পত্র রয়েছে। যদি কোনও ভোটার ভোটকেন্দ্রে তাঁদের ভোটার পরিচয়পত্র দেখাতে না পারেন তবে ভোটারগণ বিকল্প হিসেবে অন্য ১২টি পরিচয়পত্র দেখিয়েও ভোট দিতে পারবেন। এগুলি হলো আধার কার্ড, এমজিএন রেগা জবকার্ড, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের দেওয়া ছবি সম্বলিত পাসবই, শ্রম মন্ত্রকের দেওয়া স্বাস্থ্যবীমার স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআর-এর দেওয়া আরজিআই স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট, ছবি সহ পেনশনের নথি, কেন্দ্রীয় সরকার / রাজ্য সরকার / পিএসইউ / পাবলিক লিমিটেড কোম্পানির কর্মীদের ছবি সম্বলিত সার্ভিস আইডেন্টিটি কার্ড, এমপি / এমএলএ / এমএলসিগণকে দেওয়া অফিসিয়াল আইডেন্টিটি কার্ড এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের দেওয়া ইউনিক ডিসেবিলিটি আইডি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন