নয়াদিল্লি, ২৯ অগাস্ট : সারা দেশের এলপিজি গ্রাহকদের স্বস্তি দিয়ে সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে বুধবার অর্থাৎ ৩০ অগাস্ট থেকে ১৪.২ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমছে। এই খবর জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, ওনাম ও রাখী বন্ধন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রীসভার সিদ্ধান্তে সমস্ত গ্রাহকদের জন্য ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার আওতায় ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্পর্কে বলেছেন, রাখী বন্ধন উৎসব উপলক্ষে কোটি কোটি বোনেদের আমার তরফ থেকে এই উপহার। আমাদের সরকার দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এবং দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর জনগণের সুবিধার্থে সম্ভাব্য সবরকম চেষ্টা চালিয়ে যাবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরাও সিলিন্ডার প্রতি অতিরিক্ত ২০০ টাকা করে ছাড় পাবেন। দেশে ৩১ কোটিরও বেশি এলপিজি গ্রাহক রয়েছেন। এর মধ্যে ৯ কোটি ৬ লক্ষ পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুফল ভোগ করেন। সিলিন্ডার প্রতি ২০০ টাকা দাম কমানোর এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের বিশেষ সুবিধা হবে বলে বিভিন্ন মহলের অভিমত।
কেন্দ্রীয় সরকারের তরফে শীঘ্রই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় দেশের দরিদ্র শ্রেণীর ৭৫ লক্ষ মহিলাকে এলপিজি সংযোগ দেওয়া হবে বলে পিআইবি জানিয়েছে। এর ফলে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীর সংখ্যা ৯ কোটি ৬ লক্ষ থেকে বেড়ে হবে ১০ কোটি ৩৫ লক্ষ। দেশের জনগণের উপর থেকে আর্থিক বোঝা কম করতে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তারই ফলস্বরূপ এই সুবিধা বলে জানানো হয়।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সংসার চালাতে পরিবারগুলিকে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, তা আমরা বুঝতে পারছি। রান্নার গ্যাসের দাম কমার ফলে সরাসরি স্বস্তি পাবেন সাধারণ মানুষ। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য সরকার যে লক্ষ্য স্থির করেছে, এই সিদ্ধান্ত সেই বিষয়কে আরও মজবুত করবে। রান্নার গ্যাসের দাম কমায় সমাজে সদর্থক প্রভাব পড়বে। সরকার জনগণের উপর বোঝা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রান্নার গ্যাসের দাম কমায় সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এলপিজি রান্নার গ্যাসের দাম কমানোয় কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এইজন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেন,পবিত্র রাখীবন্ধন উৎসব উপলক্ষে সকল গরীব -মধ্যবিত্ত মা-বোনদের কথা মাথায় রেখে রান্নার গ্যাসে ২০০/- টাকা ছাড়, উজ্জ্বলা যোজনায় ৪০০ টাকা ভর্তুকি সহ ৭৫ লক্ষ নতুন গ্যাস সংযোগের সিদ্ধান্ত নেওয়ায় আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন