Cultural Events : আকাশবাণী আগরতলার উদ্যোগে অনুষ্ঠিত সংগীতানুষ্ঠান, পুরস্কৃত করা হলো জি- ২০ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cultural Events : আকাশবাণী আগরতলার উদ্যোগে অনুষ্ঠিত সংগীতানুষ্ঠান, পুরস্কৃত করা হলো জি- ২০ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের

Share This

 


আগরতলা, ৩১ আগস্ট  : আকাশবাণী আগরতলার একটি সোনালী অতীত রয়েছে। শুরু থেকে তার বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে আগ্রহ  বিশাল। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে আকাশবাণী আগরতলা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সঙ্গীতানুষ্ঠান "মাটির সুর হৃদয়ের গান, খানি রৌচাবমুংগ" এর উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের প্রখ্যাত শিক্ষাবিদ মানস কুমার দেব বর্মন। তিনি সংস্কৃতি অঙ্গনে উল্লেখযোগ্য অবদানের পাশাপাশি ককবরক ভাষার বিকাশেও আকাশবাণী আগরতলা কেন্দ্রের ভূমিকার কথা উল্লেখ করেন।


অনুষ্ঠানে আকাশবাণী আগরতলা কেন্দ্রকে ঘিরে নস্টালজিক বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কবি নন্দকুমার দেববর্মা। জি-২০ কার্যক্রমের অংশ হিসেবে আকাশবাণী আগরতলা কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি এদিনের সঙ্গীতানুষ্ঠানেও যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আকাশবাণী আগরতলার অনুষ্ঠান বিভাগের প্রধান বদ্রু দোজা ‌।


ভারতের সভাপতিত্বে জি- ২০ শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে আকাশবাণী আগরতলা কেন্দ্র বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে শিশুদের নিয়েও নানা অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে  সমবেত সঙ্গীত, আবৃত্তি, গল্প বলা, ক্যুইজ অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানের শুরুতে স্কুল ও কলেজ স্তরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এবং রানার আপদের পুরস্কৃত করা হয়।


বিদ্যালয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা যারা এদিন পুরস্কার গ্রহণ করে - বোধজং বয়েজ স্কুলে বিজয়ী সৌম্যদীপ দেবনাথ এবং ঋতুরাজ দাস এই স্কুলে রানার আপ সান্তনু চক্রবর্তী এবং দেবরাজ সাহা। উমাকান্ত একাডেমী স্কুলে বিজয়ী দিগ্বিজয় দেবনাথ এবং বিশ্বরূপ বর্মন, এই বিদ্যালয়ে রানার‌ আপ গৌরব পাল এবং রাজদীপ আচার্য। শিশু বিহার স্কুলে বিজয়ী ঋষিতা ভট্টাচার্য এবং বিদ্রিতা সূত্রধর, রানার আপ জিনিয়া বিশ্বাস এবং তাপসী রায় বর্মন। ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলে বিজয়ী উৎকর্ষ সাহা এবং ভাগ্যশ্রী পাল, এই বিদ্যালয়ে রানার আপ হয়েছে অস্মিতা দাস এবং ঋদ্ধিমা সাহা। মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে বিজয়ী হয়েছে পূজা রায় এবং মাহি ভৌমিক, রানার আপ চিরস্মিতা পাল এবং স্বর্ণালী দেব। এমবিবি কলেজে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে অঙ্কুর সাহা এবং জগন্নাথ বণিক, এই মহাবিদ্যালয়ে রানার আপ হয়েছে কিরণ শীল এবং সৌর উপাধ্যায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আকাশবাণী আগরতলার প্রোগ্রাম এক্সিকিউটিভ নিকর দেওয়ান, জয়শ্রী দেববর্মা সহ অন্যান্য অতিথিরা।




এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে সংগীত পরিবেশন করেন অমর ঘোষ, অরিজিতা ধর, শান্তনু চৌধুরী, জয়ন্ত জমাতিয়া, সর্গশ্রী দেববর্মা, অনিল দেববর্মা এবং প্রভারানী দেববর্মা। এছাড়াও মামিতা এবং হজাগিরি নৃত্যের পাশাপাশি তনুশ্রী ক্রিয়েশন মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। নিখুঁত সঞ্চালনায় অনুষ্ঠানটিকে আলাদা মাত্রায় নিয়ে যেতে ভূমিকা রাখে, শর্মিষ্ঠা দাস, ঊষা দেববর্মা, রাহুল লোধ এবং অঙ্কিতা সিংহ রায়।




Bye election : এক্সিট পোলে বিধিনিষেধ, সচিত্র ভোটার পরিচয়পত্র ছাড়াও ১২টি বিকল্প পরিচয়পত্র দিয়ে দেওয়া যাবে ভোট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad