Bye election : তিপরামথা দল সিপিআইএম প্রার্থীদের সমর্থন দিচ্ছে না, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন জিতেন্দ্র চৌধুরী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Bye election : তিপরামথা দল সিপিআইএম প্রার্থীদের সমর্থন দিচ্ছে না, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন জিতেন্দ্র চৌধুরী

Share This

 


আগরতলা, ০১ সেপ্টেম্বর : গত বিধানসভা নির্বাচনে বক্সনগর ও ধনপুর দুটি আসনে তিপরামথা দলের প্রার্থীরা কোন ফ্যাক্টর হতে পারেনি । সাম্প্রতিক সময়ে রাজ্যে এমন কোন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়নি যেখানে তিপরামথা দল এই দুটি আসনে লড়াই করে লাভবান হতে পারবে । তাই দল এই দুটি আসনে প্রার্থী দেয়নি। একটি অংশ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে তিপরামথা সিপিআইএম প্রার্থীদের সমর্থন করছে, এই খবর ঠিক না । তিপরামথা দল সিপিআইএম প্রার্থীদের সমর্থন দিচ্ছে না। শুক্রবার তিপরামথা দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি জানান তিপরামথা দলের একমাত্র লক্ষ্য গ্রেটার তিপ্রাল্যান্ড, উপনির্বাচন দলের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে এই উপনির্বাচনে দলীয় সমর্থকদের যাকে খুশি তাঁকে ভোট দেয়ার পরামর্শ দিলেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হলেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল, উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা।

এদিকে শুক্রবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী । সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। এদিনের সাক্ষাৎ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী জানান, ধনপুর এবং বক্সনগর দুটি আসনের উপনির্বাচনকে সুষ্ঠু ও অবাধ ভাবে সম্পন্ন করতে ৪৮ ঘণ্টা আগেই বিভিন্ন হোটেল ও বিয়ে বাড়িতে তল্লাশি চালিয়ে বহিরাগতদের সরিয়ে দিতে হবে। ভোটাররা যাতে নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজেদের মতাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাঁদের দাবিগুলো বাস্তবায়নে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যথাযথ আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৩ ২০-বক্সনগর ও ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  দুটি বিধানসভা কেন্দ্রের ভোটারগণ যেন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য ঐদিন এই দুটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সব সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে উল্লেখিত দুটি বিধানসভা কেন্দ্রের ভোটারগণ যারা অধিগৃহিত শিল্পসংস্থা, রাজ্য সরকারের অধিনস্ত অন্যান্য প্রতিষ্ঠান যেগুলি কারখানা আইন ১৯৪৮ এর আওতায় রয়েছে এবং রাজ্য সরকারের দৈনিক হাজিরা/চুক্তিবদ্ধ কর্মী ও ব্যবসা বাণিজ্যে কর্মরত কর্মী/কর্মচারি তারা ৫ সেপ্টেম্বর, ২০২৩ সবেতন ছুটি পাবেন। তাছাড়া যারা এই দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার কিন্তু এই দুটি বিধানসভা কেন্দ্রের বাইরে কর্মরত রয়েছেন ভোটগ্রহণের দিন তারা বিশেষ আকস্মিক ছুটি নিতে পারবেন। একইভাবে এই দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার ক্যাজুয়েল/দিন হাজিরা কর্মীরাও সবেতন ছুটি পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যদি কোন কর্মচারির অনুপস্থিতি তার কর্মক্ষেত্রের ঝুঁকি বা বিপদের কারণ হতে পারে সেক্ষেত্রে এই নির্দেশ কার্যকরি হবেনা।




Cultural Events : আকাশবাণী আগরতলার উদ্যোগে অনুষ্ঠিত সংগীতানুষ্ঠান, পুরস্কৃত করা হলো জি- ২০ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad