আগরতলা, ০৫ সেপ্টেম্বর : ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে জানানো হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৯.০২ শতাংশ ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৩ ৯২ শতাংশ। উল্লেখ্য, ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৫১টি ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৫১টি।
বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন শাসকদল প্রহসনে পরিণত করেছে তাই দুটি বিধানসভা কেন্দ্রে পুনরায় নির্বাচন দাবি করল বামফ্রন্ট। মঙ্গলবার এই দাবি তুলে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক সাংবাদিক সম্মেলনে বলেন, উপনির্বাচনের দুটি বিধানসভা কেন্দ্রেই সিপিআইএম দলের কর্মী ও নেতৃত্ব ভোট দিতে যেতে পারেনি নির্বাচন কমিশনের এ বিষয়টি দেখা জরুরি। তাই তারা পুনরায় নির্বাচনের দাবি করছেন।
এদিকে বিরোধী দলের উস্কানি কে প্রতিহত করে গণদেবতারা ব্যাপকভাবে তাঁদের মতাধিকার প্রয়োগ করায়, দুটি বিধানসভা এলাকার ভোটারদের অভিনন্দন জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য । মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিরোধী দল সিপিআইএম তাদের নিশ্চিত পরাজয় জেনে দুটি নির্বাচনী এলাকায় পরিকল্পিতভাবে সন্ত্রাস করার চেষ্টা করেছে। এতে তৈবান্দালে রক্তাক্ত হয়েছেন ৭ জন বিজেপি কর্মী। এদের মধ্যে ৪ জনকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন