বিশালগড়, ৬ সেপ্টেম্বর : বাড়িতে মনসা পুজো শেষেই বিরাট বিশাদের ছায়া। প্রতিমার দশমীর শেষে বিশালগড় বালক বাবা আশ্রমের পুকুরে একই পরিবারের দুই নাবালকের জলে ডুবে মৃত্যুর মর্মান্তিক ঘটনা। মৃত দুই নাবালকের নাম দীবাকর দাস (১৫) ও সৈকত দেবনাথ (১৪)।
জানাগেছে বিশালগড় থানাধীন মুড়াবাড়ি এলাকায় একটি বাড়িতে মনসা পুজা চলছিল। বুধবার ছিল দশমীর মূর্তি বিসর্জনের পালা। যথারীতি বিসর্জনের পর সবাই বাড়িতে চলে যায়। এরমধ্যে তিনজন নাবালক বালক বাবা আশ্রমের পুকুরে স্নান করবে বলে চলে যায়। কিছুক্ষণ পর তাদের মধ্যে থেকে একজন নাবালক বাড়িতে ফিরে এসে বড়দের জানায় দুই ভাই পুকুরের জল থেকে উঠতে পারছে না। তারা হাতরাচ্ছে । সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন পুকুরে গিয়ে দুই নাবালকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করে। মৃত দুই নাবালক সৈকত দেবনাথ এবং দিবাকর দাস সম্পর্কে মামাতো এবং পিসতুতো ভাই বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন