আগরতলা, ০৮ সেপ্টেম্বর : ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের দু'টি হলঘরে এই দু'টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা আজ সম্পন্ন হয়। ২০-বক্সনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেইন তাঁর নিকটতম প্রার্থী সিপিআই(এম)'র মিজান হোসেইনকে পরাজিত করেছে। বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেইন ভোট পেয়েছেন ৩৪ হাজার ১৪৬টি। সিপিআই(এম) প্রার্থী মিজান হোসেইন পেয়েছেন ৩ হাজার ৯০৯টি ভোট। তাছাড়া এই কেন্দ্রে নির্দল প্রার্থী মো: সেলিম ১৮১টি ও নির্দল প্রার্থী রতন হোসেইন পেয়েছেন ১৪৪টি ভোট।
২৩-ধনপুর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ তার নিকটতম সিপিএম প্রাণী কৌশিক চন্দকে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ পেয়েছেন ৩০ হাজার ১৭টি ভোট। সিপিআই(এম) প্রার্থী কৌশিক চন্দ পেয়েছেন ১১ হাজার ১৪৬টি ভোট। এই কেন্দ্রে নির্দল প্রার্থী অনিল রিয়াহ ৫৪৪টি ভোট ও নির্দল প্রার্থী বাপী দেবনাথ পেয়েছেন ৪২৬টি ভোট। সংশ্লিষ্ট দুটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ভাম্বর ভট্টাচার্য ও জয়ন্ত দে এই সংবাদ জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন