Electric Shock : বৈদ্যুতিক লাইন সারাই করতে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Electric Shock : বৈদ্যুতিক লাইন সারাই করতে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক

Share This


 তেলিয়ামুড়া, ১৯ নভেম্বর : বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে গুরুতর আহত হয় এক শ্রমিক। ঘটনা রবিবার তেলিয়ামুড়া থানাধীন করইলং শিশু বিহার এলাকায়। আহত শ্রমিকের নাম প্রদীপ দেববর্মা। এদিন তেলিয়ামুড়া শিশু বিহার চৌমুনী এলাকায় বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করার সময় আচমকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন ওই শ্রমিক। আহত শ্রমিককে সহকর্মী ও এলাকার লোকজন উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad