Art And Culture : ২৫-২৬ ডিসেম্বর উদয়পুরে অনুষ্ঠিত হবে অটল কবিতা ও সাহিত্য উৎসব - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Art And Culture : ২৫-২৬ ডিসেম্বর উদয়পুরে অনুষ্ঠিত হবে অটল কবিতা ও সাহিত্য উৎসব

Share This


 উদয়পুর, ১৯ ডিসেম্বর : আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর উদয়পুরে অটল কবিতা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। ২৫ ডিসেম্বর উদয়পুর রাজর্ষি হলে এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা জানান। 

সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী জানান, অটল কবিতা ও সাহিত্য উৎসব সফল করে তোলার জন্য ইতিমধ্যেই উপদেষ্টা কমিটি, পরিচালন কমিটি ও ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। উৎসব উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর উদয়পুরে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালিটি জামতলা থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড- ব্রহ্মাবাড়ি হয়ে রাজর্ষি হল প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে। 


শ্রী সিংহরায় আরও জানান, অটল কবিতা ও সাহিত্য উৎসবে রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গ থেকে কবি ও সাহিত্যিকরা অংশ নেবেন। সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী উৎসব উপলক্ষে একটি লোগোর আবরণ উন্মোচন করেন। এই উৎসবকে সফল করে তোলার জন্য অর্থমন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। 


সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ।


উল্লেখ্য, অটল কবিতা ও সাহিত্য উৎসবকে সফল করে তোলার জন্য আজ গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। সভায় উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও বিভিন্ন উপকমিটির আহ্বায়কগণ।




Freshers Welcome : বীরবিক্রম মেমোরিয়াল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad