নতুন দিল্লি, ২০ ডিসেম্বর : দেশের কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বুধবার এক পর্যালোচনা বৈঠক করেন। এদিন সকালে দিল্লিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে স্বাস্থ্য সুবিধা এবং প্রস্তুতি বিষয়ে এই উচ্চ-পর্যায়ের বৈঠক হয়। ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা, শ্বাসযন্ত্রের গুরুতর সমস্যা, শ্বাসযন্ত্রের অসুস্থতার পাশপাশি কোভিড-১৯ সহ বিভিন্ন অসুখ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
এই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকতে হবে। হাসপাতালের প্রস্তুতি, নজরদারি বৃদ্ধি এবং মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগের পাশপাশি মক ড্রিলের উপর তিনি জোর দেন। শীতের মরসুমে এবং আসন্ন উৎসবের মরসুমে দেশজুড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতেও বলেন তিনি।
Art And Culture : ২৫-২৬ ডিসেম্বর উদয়পুরে অনুষ্ঠিত হবে অটল কবিতা ও সাহিত্য উৎসব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন