New Year 2024 : ইংরেজী নতুন বছরে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

New Year 2024 : ইংরেজী নতুন বছরে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

Share This


 আগরতলা, ৩১ ডিসেম্বর : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ত্রিপুরাবাসীকে ইংরেজী নতুন বছরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন, 'নতুন বছর ২০২৪-এ আমি ত্রিপুরাবাসীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিটি নতুন বছর আমাদের কাছে নতুন করে শুরু করার সুযোগ এনে দেয়। এজন্যই আমরা নতুন বছরের প্রাকলগ্ন ও নতুন বছরের প্রথম দিনের অপেক্ষায় থাকি। এই বছর ত্রিপুরাবাসীর জন্য শান্তি, সম্প্রীতি, খুশি, ভালবাসা, সৌভ্রাতৃত্ব, সুস্বাস্থ্য ও বন্ধুত্বের বার্তা বয়ে আনুক।'


এদিকে ইংরেজি নববর্ষ-২০২৪ উপলক্ষে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'নতুন আশা ও প্রত্যাশা নিয়ে প্রতিটি নতুন বছর আমাদের কাছে আসে। পুরাতন বছরের অভিজ্ঞতা, জ্ঞান এবং নতুন নতুন কর্ম প্রয়াসের সাথে সকলকে যুক্ত করে জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার কাজ করতে দায়বদ্ধ। রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর মার্গ দর্শনকে পাথেয় করে সরকারের বহুমুখী কর্মপ্রয়াসে নতুন বছর উল্লেখযোগ্য হয়ে উঠুক। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রাজ্যের বহুমুখী উন্নয়নের পথে আমরাও এগিয়ে যেতে চাই। এটাই হোক নতুন বছরের অঙ্গীকার। নতুন বছর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক। আমি সকল রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধি, সুস্থতা ও সম্প্রীতি কামনা করছি।'






Governor Visit TTAADC : খুমলুঙ পরিদর্শনে রাজ্যপাল, এক গুচ্ছ দাবিসনদ তুলে দিলেন পূর্ণচন্দ্র জমাতিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad