Kalpataru Utsav : আগরতলার অরুন্ধতীনগরে কল্পতরু উৎসবে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Kalpataru Utsav : আগরতলার অরুন্ধতীনগরে কল্পতরু উৎসবে মুখ্যমন্ত্রী

Share This

 


 আগরতলা, ০১ জানুয়ারী : জীব জগতের কল্যাণে রামকৃষ্ণ পরমহংস দেবের দেখানো পথ আজও প্রাসঙ্গিক। রামকৃষ্ণের চিন্তাভাবনাকে পাথেয় করেই তাঁর সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই ভাবধারায় দেশ কল্যাণের দিশায় কাজ করছেন। সোমবার অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন কমিউনিটি হলে কল্পতরু উৎসবে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। 


রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে আয়োজিত কল্পতরু উৎসবে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। তাই মানুষের সেবা করলেই ভগবানের সেবা করা যায়। বর্তমান রাজ্য সরকার রাজ্যে শান্তির পরিবেশ তৈরি করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রাণী সরকার, কর্পোরেটর অলক রায়, কর্পোরেটর প্রসেনজিৎ লোধ প্রমুখ।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad