Raj Bhavan : রাজ্যপালের ডাকে রাজভবনে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Raj Bhavan : রাজ্যপালের ডাকে রাজভবনে মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ১৭ ডিসেম্বর : রবিবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দুজনের মধ্যে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য তিন রাজ্যে বিজেপি মন্ত্রিসভার গঠনে অংশগ্রহণ করতে মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন রাজ্যের বাইরে ছিলেন, এই সময়ে রাজ্যপাল কয়েকটি জেলা সফর করেন। এতে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পের বাস্তবায়নের খতিয়ান চেয়ে বসেন। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত সম্পাদন করতে নির্দেশ দেন। সম্প্রতি কৈলাশহর জেলা সফরে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট কার্ডও চেয়েছেন রাজ্যপাল। এমতাবস্থায় আজ সন্ধ্যায় হঠাৎ রাজ্যপালের ডাকে রাজভবনে মুখ্যমন্ত্রীর ছুটে যাওয়া নিয়ে কৌতুহল দেখা দিয়েছে। 


যদিও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে এদিন রাজ্যপালের সাথে সাক্ষাৎকার সম্পর্কে লিখতে গিয়ে জানান 'আজ রাজভবনে মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জী'র সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হই। এই সাক্ষাতে রাজ্যের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।'




Vijay Diwas 2023 : বিজয় দিবসের দিনে অ্যালবার্ট এক্কা পার্কের ওয়ার মেমোরিয়ালে রাজ্যপাল


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad