Vijay Diwas 2023 : বিজয় দিবসের দিনে অ্যালবার্ট এক্কা পার্কের ওয়ার মেমোরিয়ালে রাজ্যপাল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Vijay Diwas 2023 : বিজয় দিবসের দিনে অ্যালবার্ট এক্কা পার্কের ওয়ার মেমোরিয়ালে রাজ্যপাল

Share This

 


আগরতলা, ১৬ ডিসেম্বর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে শনিবার আগরতলার অ্যালবার্ট এক্কা পার্কের ওয়ার মেমোরিয়ালে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শহীদ সৈনিকদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল পতাকা নেড়ে এক বাইসাইকেল র‍্যালিরও সূচনা করেন।


 পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একসাথে ৯০ হাজারেরও বেশি পাকিস্তানী সৈন্যকে আত্মসমর্পণে বাধ্য করে ভারতীয় সেনারা। যা ইতিহাসে একটি বিরল ঘটনা। বর্তমানে ভারত সামরিক শক্তি ও পরাক্রমের দিকে পৃথিবীতে অন্যতম। তিনি বলেন, ভারত সবসময় শান্তির পক্ষে রয়েছে।


 অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় অ্যালবার্ট এক্কা পার্কের ওয়ার মেমোরিয়ালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৭ মাউন্টিং আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার বি কে পান্ডা ও সেনাবাহিনীর অন্যান্য আধিকারিকগণ।


এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি থেকে আজ সন্ধ্যায় বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল অনুষ্ঠান আগরতলার রাজভবনে সম্প্রচার করা হয়। রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad