Army Day 2024 : লখনউতে সেনা দিবস উপলক্ষে আয়োজিত শৌর্য সন্ধ্যা অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Army Day 2024 : লখনউতে সেনা দিবস উপলক্ষে আয়োজিত শৌর্য সন্ধ্যা অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী

Share This

 


নতুন দিল্লি, ১৫ জানুয়ারি : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনাবাহিনী ঐতিহ্যের পাশাপাশি নতুন উদ্ভাবন এবং ধারণার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনছে। উত্তরপ্রদেশের লখনউতে আজ সেনা দিবস উপলক্ষে আয়োজিত শৌর্য সন্ধ্যা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, দেশের সামরিক বাহিনী ক্রমাগত আধুনিক অস্ত্র ও প্রযুক্তিতে সজ্জিত হচ্ছে। সশস্ত্র বাহিনীতে মেয়েদের অংশগ্রহন নারী ক্ষমতায়নের প্রকৃত নিদর্শন।


     অর্থ মন্ত্রক কোনও দ্বিধা ছাড়াই প্রতিরক্ষা মন্ত্রকের চাহিদা অনুযায়ী তহবিল বরাদ্দ করে। এর থেকেই প্রমানিত বিজেপি সরকার সেনাবাহিনীর জন্য নিবেদিত। শুধু কর্মরত নয়, প্রাক্তন সেনানীদের জন্যও সরকার কাজ করছে।






Makar Sankranti : মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাজ্যপাল


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad