আগরতলা, ১৪ জানুয়ারি : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় রজ্যপাল বলেন, মকর সংক্রান্তি সারা দেশে হিন্দুদের একটি জনপ্রিয় উৎসব। এই উৎসবকে উত্তরায়ণও বলা হয়। এই সময়ে সূর্য্যের ধনু রাশি থেকে মকর রাশিতে স্থানান্তরণ হয়। এই উৎসব সূর্য্য দেবতাকে উৎসর্গ করা হয় এবং নতুন দিনের সূচনা রূপে পালন করা হয়। তাছাড়া শীত ঋতুর বিদায় এবং ফসলের উৎসব হিসেবেও পালন করা হয়। দেশের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তি বিভিন্ন নামে পালন করা হয়। যেমন পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, মাঘ বিহু, পেট্টা পান্ডুগা, পোঙ্গল, মকর ভিল্লাকু, ঘুগহুটি, মাঘি সংগ্রান্ড, দহিচূড়া ইত্যাদি ও ভারতে বিভিন্ন ভাবে তা পালন করা হয়। এই উৎসব ত্রিপুরাবাসীর জন্য আনন্দ, ভালবাসা, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, ভ্রাতৃত্ববোধ, বন্ধুতের বার্তা বয়ে আনুক।'
এদিকে মকর সংক্রান্তি উপলক্ষে রাজভবনের দরবার হলে রবিবার 'সংক্রান্তি সমবারালু' উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তেলেগু ভাষীরা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বিশ্বব্যাপী ও বিভিন্ন রাজ্যে তেলুগু ভাষী জনগণকে শুভেচ্ছা জানান। যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদেরও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সংক্রান্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন জানান এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। রাজভবনে সংক্রান্তি সমবারালু উদযাপন অনুষ্ঠানে ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি অমরনাথ গৌড়, রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা ও উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
Governor of Tripura : এনআইটি গ্লোবাল অ্যালামনি মিট-২০২৪'র উদ্বোধনে রাজ্যপাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন