Ayodhya Rammandir : সকল প্রস্তুতি চূড়ান্ত, আগামীকাল মোদীর হাত ধরে উদ্বোধন হবে রামলালার মন্দির - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Ayodhya Rammandir : সকল প্রস্তুতি চূড়ান্ত, আগামীকাল মোদীর হাত ধরে উদ্বোধন হবে রামলালার মন্দির

Share This

 


নতুন দিল্লি, ২১ জানুয়ারি : অযোধ্যায় সোমবার ভগবান রামলালা বিরাজমানের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেখানে পৌঁছে প্রাণ প্রতিষ্ঠা সমারোহে অংশ নেবেন। এদিকে, রবিবার‌ও চলেছে প্রাক্ প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের ধর্মীয় উপাচার। দেশ-বিদেশ থেকে হাজার হাজার রাম ভক্ত অযোধ্যায় পৌঁছেছেন। কীর্তন, ভজন, রামায়ণ গান এবং রাম চরিত মানস আবৃত্তির মাধ্যমে মন্দিরগুলি মুখরিত হয়ে উঠেছে। বিভিন্ন নদী ও জলাশয়ের জল দিয়ে রামলালার স্নান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। 


নিরাপত্তার কারণে অযোধ্যার সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। আকাশপথে ড্রোণের সাহায্যে চলেছে নজরদারী, শহরের ভেতর রুট মার্চ করছে নিরাপত্তাকর্মীরা। আগত মানুষদের থাকার পাশাপাশি খাওয়ার সুবিধার জন্য খোলা হয়েছে ভান্ডারা।


উল্লেখ্য, কেন্দ্র আগামীকাল বেলা আড়াইটে পর্যন্ত অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। রিজার্ভ ব্যাঙ্ক-RBI এবং শেয়ার বাজারেও সমস্ত লেনদেন ওইদিন বন্ধ থাকছে। এদিকে, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে আগামীকাল পশ্চিমবঙ্গে  তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ‘সংহতি মিছিল’ এর ডাক দিয়েছেন । এমনকি ঐ রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, সোমবার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে রাজ্যের কোনও সরকারি দপ্তর বন্ধ থাকছে না। স্কুল-কলেজ-অফিস খোলা থাকবে। যা নিয়ে বাংলায় জনমনে  মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।




Pushpabanta Palace : পুষ্পবন্ত প্রাসাদের ভূমিকম্প প্রতিরোধক কাজের জন্য ৬.৩৮ কোটি টাকা বরাদ্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad