Ram Mandir : রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে জগন্নাথ মন্দিরে রাজ্যপাল, দুর্গাবাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Ram Mandir : রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে জগন্নাথ মন্দিরে রাজ্যপাল, দুর্গাবাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২২ জানুয়ারি : অযোধ্যায় সোমবার রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অযোধ্যার শ্রী রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন আধ্যাত্মিক ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিবর্গ। জনজাতি সহ সমাজের সর্বস্তরের মানুষ যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। 



পাঁচ শতকের অপেক্ষা শেষে অযোধ্যা ধামে ফিরলেন প্রভু শ্রী রামচন্দ্র। এই ঐতিহাসিক এবং অবিস্মরণীয় মুহুর্তে আজ আগরতলার দুর্গাবাড়ী প্রাঙ্গনে রামভক্তদের মহামিলনের মধ্য দিয়ে যজ্ঞানুষ্ঠান এবং আরতির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই বিষয়ে নিজের সামাজিক মাধ্যমে তিনি বলেন, 'রাম ভজন, প্রাণবন্ত সাজসজ্জা এবং ভক্তিপূর্ণ আবেগ, সবমিলিয়ে সনাতন সংস্কৃতি চেতনার উৎসবে পরিণত হয়েছে আজকের এই অনুষ্ঠান। ভগবান রামের এই শুভ আগমন সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ এবং সমৃদ্ধি।'




এদিকে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু আজ সকালে আগরতলাস্থিত জগন্নাথ মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দিরে পূজা দেন এবং রাজ্য ও দেশবাসীর কল্যাণে প্রার্থনা করেন। পরে রাজ্যপাল সমস্ত মন্দির পরিসর ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু বলেন, আজ অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। 


রাজ্যপাল বলেন, গত ৫০০ বছরের হিন্দু ধর্মাবলম্বীদের অশেষ প্রচেষ্টায় পুনরায় রাম মন্দির স্থপন করা সম্ভব হয়েছে। যারা রাম এবং রামায়ণে বিশ্বাস করেন তাদের জন্য আজকের দিনটি খুবই গর্বের। ভগবান রামের মধ্যে একটি আদর্শ মানব জীবনের সমস্ত গুণাবলীর উপস্থিত ছিল। তাই তাঁকে মর্যাদা পুরুষোত্তম রাম বলা হয়। জগন্নাথ মন্দিরের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যপাল মন্দিরের পরিচালন কমিটির সদস্যদের প্রশংসা করেন।




Ayodhya Rammandir : সকল প্রস্তুতি চূড়ান্ত, আগামীকাল মোদীর হাত ধরে উদ্বোধন হবে রামলালার মন্দির




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad