Industry Fair : শিল্প ও বাণিজ্য মেলায় নজর কাড়ছে বিশেষ টেক প্যাভিলিয়ন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Industry Fair : শিল্প ও বাণিজ্য মেলায় নজর কাড়ছে বিশেষ টেক প্যাভিলিয়ন

Share This


 আগরতলা, ২৯ জানুয়ারি : ৩৪তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা উপলক্ষে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডে এক বিশেষ টেক প্যাভিলিয়নের আয়োজন করা হয়েছে। এই প্যাভিলিয়নটি মেলা চলাকালীন ২৫ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা রয়েছে। জনকল্যাণে বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবনকে জনসমক্ষে তুলে ধরার জন্য শিল্প ও বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ প্রথবারের মতো নেওয়া হলেও দর্শকদের বিশেষভাবে নজর কাড়ছে। 


বিশেষ এই টেক প্যাভিলিয়নে মোট ১৬টি সংস্থা তাদের উদ্ভাবনীমূলক সৃষ্টি প্রদর্শন করছে। এই ১৬টি সংস্থা হচ্ছে এনআইটি, আগরতলা (তাদের থিম হচ্ছে থিংক, ইনোভেটিভ, ক্রিয়েট ফর সোসাইটি), ফিসারি কলেজ (ফিশ ফর ফুড, ফিড ফর ফিশ), রাবার বোর্ড (প্রবৃদ্ধি ও আর্থিক স্থায়িত্ব), কৃষি বিশ্ববিদ্যালয় (সাস্টেনেবল এগ্রিকালচার থ্রো স্মার্ট ফার্মিং প্র্যাক্টিসেস), আইটিআই, বিশ্রামগঞ্জ (থ্রি ডি বিল্ডিং মডেল), আইটিআই, ইন্দ্রনগর বয়েজ (কম খরচে হোম অটোমেশন), রিপস্যাট (বায়ো মেডিক্যাল ও বায়ো রেমিডিয়্যাল ফার্মাসিউটিক্যালস), টিএমসি (এইচআইভি / এইডস প্রতিরোধ), ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সেস (স্বাস্থ্য পরিষেবার একটি শক্তিশালী ভিত স্বাস্থ্য বিষয়ক শিক্ষা), ত্রিপুরা ইউনিভার্সিটি (পরিবেশ বান্ধব সমাধান), স্কিল ডেভেলপমেন্ট অধিকার (স্কিল ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা), সেন্ট্রাল ইনস্টিটিউট অব পেট্রোকেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (প্লাস্টিক রিসাইক্লিং টেকনোলজি), এনটিএফপি, সিওই (ঘর ঘর আগর, হর ঘর আগর), অর্কনীড় (গ্রীন এবং লো কার্বন টেকনোলজি), ডব্লিউ আই টি আই, আগরতলা (এমব্রয়ডারি ডিজাইনে অটোমেশন) এবং তথ্য প্রযুক্তি দপ্তর (ডিজিট্যাল ত্রিপুরা, স্বশাসিত ত্রিপুরা)।


অংশগ্রহণকারী সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্যই হচ্ছে তাদের নিজ নিজ উদ্ভাবন কিভাবে জনগণের সমস্যা সমাধানে সহায়ক তা দেখানো। এই প্যাভিলিয়ন বেশ দর্শক আকর্ষণে সক্ষম হচ্ছে, বিশেষ করে ছাত্রছাত্রীরা নানা বিষয়ে তাদের কৌতূহল মেটানোর জন্য এই প্যাভিলিয়নে ভিড় করছেন বলেও জানানো হয়।





Dr Manik Saha : ত্রিনয়নী ক্লাবে অ্যাম্বুলেন্স প্রদান ও আমাদের ক্লাব আয়োজিত ১৯তম শিশু মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad