Martyrs Day : শহীদ দিবস উপলক্ষে মহাত্ম গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলিতে রাজ্যপাল ও শিল্পমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Martyrs Day : শহীদ দিবস উপলক্ষে মহাত্ম গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলিতে রাজ্যপাল ও শিল্পমন্ত্রী

Share This

 


আগরতলা, ৩০ জানুয়ারি : মঙ্গলবার শহীদ দিবস উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ উপলক্ষে  প্রথমে সার্কিট হাউস সংলগ্ন স্থানে মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যপাল ও শিল্প ও বাণিজ্য মন্ত্রী । পরে  গান্ধীঘাটস্থিত গান্ধী বেদিতেও দুজনেই পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 


গান্ধীঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু বলেন, মহাত্মা গান্ধী ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলন করে গেছেন। মহাত্মা গান্ধীর নীতি ও আদর্শ অনুসরণ করে আমাদের সকলকে রাজ্য ও দেশকে এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়াও অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত বাদল নেগি, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad