Crime : আমতলীতে এক দোকান মালিকের হাতে নৃশংস ভাবে খুন এক দোকান কর্মচারীর - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : আমতলীতে এক দোকান মালিকের হাতে নৃশংস ভাবে খুন এক দোকান কর্মচারীর

Share This


 আগরতলা, ০২ ফেব্রুয়ারি : দোকানের এক মালিকের হাতে খুন অপর এক দুকানের কর্মচারী। শুক্রবার দুপুরে আমতলী থানার অন্তর্গত আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশের আমতলী বাজার সংলগ্ন এলাকায় গাড়ির টায়ারের দোকানের মালিক সম্রাট দেবনাথ তার পাশের আরেকটি দোকানের কর্মচারী সায়ন ভৌমিকের সাথে সিসিটিভির ফোটেজ দেখার বিষয়ে কটু কথা নিয়ে তর্ক বিতর্ক শুরু করে। এই সামান্য বিষয়েই তর্ক বিভাগ থেকেই এই নৃশংস খুনের ঘটনা বলে জানা গেছে।


স্থানীয়দের বক্তব্য অনুযায়ী প্রতিদিনই সায়নের সাথে সিসিটিভি ফুটেজ দেখা নিয়ে কথা কাটাকাটি হয় পার্শ্ববর্তী গাড়ির টায়ার দোকানের মালিক সম্রাট দেবনাথের।  এই বিষয় নিয়ে সায়নের নিজের দোকানের মালিকও যথেষ্ট বিরক্ত বলে প্রকাশ। এদিকে সম্রাট উত্তেজিত স্বভাবের ছেলে বলে বিষয়টিতে কেউ বেশি দূর তর্ক বিতর্কে জড়াতে চাইনি। তবে শুক্রবার একসময় সেই তর্ক বিতর্ক ঝগড়া আকারে পরিণত হয়। পরে উত্তেজিত হয়ে সম্রাট দেবনাথ চাকু ও টায়ারের লিভার দিয়ে সায়ন ভৌমিকের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই সায়ন ভৌমিক মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নৃশংস এই খুনের ঘটনাটি  আশেপাশের দোকানদারেরা দেখতে পেয়ে এগিয়ে যেতে চেষ্টা করলেও ঘাতক সম্রাট দেবনাথের হাতে ধারালো অস্ত্র থাকার কারণে কেউ তার সামনে যেতে সাহস পায়নি। পরে খবর দেওয়া হয় আমতলী থানায়। পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে সায়ন ভৌমিকের মৃতদেহ উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতাল পাঠিয়ে দেয়। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক সম্রাট দেবনাথকে সহ খুনের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে ঘটনা স্থলে ছুটে যান। অভিযুক্ত সম্রাট দেবনাথ আগেও অপরাধমূলক কাজে যুক্ত থাকায় জেল খেটে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছে।




Tourism Minister : রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে সরকার বহুমুখী কর্মসূচির ফলে বেড়েছে বৈদেশিক পর্যটকের সংখ্যা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad