Narendra Modi : গুজরাটের রাজকোটে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Narendra Modi : গুজরাটের রাজকোটে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

Share This

 


নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি : দেশের মানুষ যাতে ব্যয় সাশ্রয়ী মূল্যে চিকিৎসা পরিষেবা পান, সেটি নিশ্চিত করাই তাঁর সরকারের মূল লক্ষ্য, গুজরাটের রাজকোটে ৪৮ হাজার ১শো কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান থেকে রাজকোট, পাঞ্জাবের ভাটিন্ডা, উত্তর প্রদেশের রায়বেরিলি, অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরি এবং পশ্চিমবঙ্গের কল্যাণীতে পাঁচটি এইমস জাতির উদ্দেশে উতসর্গ করেন তিনি।   


এদিকে প্রধানমন্ত্রী আগামীকাল নতুনদিল্লির ভারত মন্ডপমে বস্ত্রশিল্পের অনুষ্ঠান ভারত টেক্স-এর উদ্বোধন করবেন। ১০০-র বেশী দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। চারদিন ব্যাপী এই অনুষ্ঠানে বস্ত্রশিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এর ফলে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগে গতি আসবে। বাড়বে রপ্তানী । 




NE Youth Festival 2024 : পূর্বাশা আরবান হাটে সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবের উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad