আগরতলা, ২৬ ফেব্রুয়ারি : আগরতলার আর এম এস চৌমুহনীতে অবস্থিত কেক প্লাজা নামে একটি বনেদী বেকারিতে সোমবার অভিযান চালায় খাদ্য দপ্তর। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযান কালে প্রচুর মেয়াদ উত্তীর্ণ খাওয়ার সামগ্রী, ছত্রাক পরে যাওয়া কেক, প্যাকেট জাতীয় খাওয়ার সামগ্রীতে ছত্রাক, ইত্যাদি নানা অসংগতি পাওয়া যায়। অভিযান কালে কেটে পড়ে মালিক। শেষে দোকানটি বন্ধ করে দেয় খাদ্য দপ্তরের আধিকারিকরা।
এ দিনের অভিযান কালে খাদ্য দপ্তরে এক আধিকারিক জানান, কিছুদিন ধরেই আগরতলা শহরের বেশ কয়েকটি বড় বড় খাবারের দোকান ও বেকারির বিরুদ্ধে নিম্নমানের খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগ আসছিল । তারই পরিপ্রেক্ষিতে এদিন কেক প্লাজায় হানা দেয় খাদ্য দপ্তর এবং সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এতে কেক তৈরির ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী হাতেনাতে উদ্ধার হয় । পাশাপাশি বেশ কিছু প্যাকেট জাতীয় মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীও উদ্ধার হয় ।
খাদ্য দপ্তর এর ওপর একজন আধিকারিক জানান, শহরের বনে দিই এই বেকারিটিতে এমন কিছু খাদ্যবস্তুর প্যাকেট উদ্ধার হয়েছে যাতে যে তারিখ উল্লেখ করা হয়েছে যে তারিখ এখনো আসেনি । এটি ক্রেতা স্বার্থের দিক দিয়ে একটি মস্ত বড় ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি। যাবতীয় অসঙ্গতির কারণেই দোকানটি এদিন বন্ধ করে দেয়া হয়। এদিন দোকানটিতে যে সমস্ত অসঙ্গতি পাওয়া গেছে, তার বিস্তৃত রিপোর্ট খাদ্য দপ্তরের অধিকর্তা সহ প্রশাসনের কাছে তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন