আগরতলা, ০৪ মার্চ : রাজ্যে বর্তমানে ৬টি জাতীয় সড়ক রয়েছে। এই জাতীয় সড়কগুলির মোট দৈর্ঘ্য ৯২৩.৩১ কিলোমিটার। রাজ্যের আরও ৪টি সড়ককে জাতীয় সড়ক হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সোমবার রাজ্য বিধানসভায় সিপিআইএম বিধায়ক সুদীপ সরকারের এক প্রশ্নের লিখিত উত্তরে পূর্ত দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই তথ্য জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, যে ৪টি সড়ককে জাতীয় সড়ক হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে সেগুলি হচ্ছে ১) কমলপুর-শান্তিরবাজার (এনএইচ-৮) ভায়া আমবাসা, গন্ডাছড়া, অমরপুর (এনএইচ-২০৮) দৈর্ঘ্য ১৪৮ কিলোমিটার। ২) চম্পকনগর (জিরানীয়া) থেকে উদয়পুর ভায়া খুমুলুঙ (এনএইচ-৮) এবং জম্পুইজলা (দৈর্ঘ্য ৪০ কিমি)। ৩) অমরপুর থেকে উদয়পুর (দৈর্ঘ্য ২৪ কিলোমিটার)। ৪) শান্তিরবাজার থেকে বিলোনীয়া (দৈর্ঘ্য ১৭.২৫ কিলোমিটার)। এই সড়কগুলি নীতিগতভাবে জাতীয় সড়ক হিসেবে ঘোষিত হয়েছে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিধায়ক সুদীপ সরকার এবং তিপ্রামোথার বিধায়ক বৃষকেতু দেববর্মার অন্য এক প্রশ্নের লিখিত উত্তরে জানান, রাজ্যে বর্তমানে ২১টি স্টেট হাইওয়েজ রয়েছে। স্টেট হাইওয়েজের মোট দৈর্ঘ্য ১০৫৭.৪৫ কিলোমিটার।
অপরদিকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিধানসভায় পেশ করা প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনাও আজ শুরু হয়েছে। গত ১ মার্চ বিধানসভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য মোট ২৭,৮০৪.৬৭ কোটি টাকার বাজেট পেশ করেন। এদিন বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে সাধারণ আলোচনার সূচনা করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। আলোচনা করতে গিয়ে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে রাজ্যের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনা নেই।
সাধারণ আলোচনায় ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলের ১০ জন বিধায়ক আজ অংশ নেন। ট্রেজারি বেঞ্চের বিধায়কগণ প্রস্তাবিত বাজেটকে সমর্থন করে বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন শাসক দলের বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক অন্তরা সরকার দেব, বিধায়ক মাইলাফ্রু মগ। তাছাড়া সাধারণ আলোচনায় অংশ নেন তিপ্রামোথার বিধায়ক পাঠানলাল জমাতিয়া ও বিধায়ক রঞ্জিত দেববর্মা। প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করে বক্তব্য রাখেন সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক দীপঙ্কর সেন ও বিধায়ক অশোক মিত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন