Assembly News : সরকারি কর্মচারিদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা, সিএম মডেল ভিলেজ স্কিমে চিহ্নিত ৫৫টি গ্রাম - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Assembly News : সরকারি কর্মচারিদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা, সিএম মডেল ভিলেজ স্কিমে চিহ্নিত ৫৫টি গ্রাম

Share This

 


আগরতলা, ০৫ মার্চ : রাজ্যের সরকারি কর্মচারি ও পেনশনারদের আরও ৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে। ১ জানুয়ারি, ২০২৪ থেকে তা কার্যকর হবে। মঙ্গলবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্দ্ধে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা ঘোষণা করেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, ৫ শতাংশ মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত ৫০০ কোটি টাকা ব্যয় হবে। এতে ১ লক্ষ ৬ হাজার ৯৩২ জন কর্মচারি ও ৮২ হাজার পেনশনার উপকৃত হবেন।


এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা ঘোষণা করে বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর ইতিপূর্বে ৩ কিস্তিতে ২০ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছে। গত ১/০৩/২০২১ তারিখে ৩ শতাংশ, ১/০৭/২০২২ তারিখে ৫ শতাংশ এবং ১/১২/২০২২ তারিখে ১২ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল। রাজ্যে করোনা পরিস্থিতিতেও রাজ্য সরকার সরকারি কর্মচারি ও পেনশনারদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছে।


এদিকে বিধানসভায় বিধায়ক জীতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, রাজ্যে বর্তমানে ৫৫টি গ্রামকে চিফ মিনিষ্টার্স মডেল ভিলেজ স্কিম (সিএমএমভিএস)-র অধীনে আদর্শ গ্রাম ঘোষনার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে সিএমএমভিএস'র অধীনে আরও ১০০টি গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, চিহ্নিত আদর্শ গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ছাড়াও অতিরিক্ত সুযোগ সুবিধার মধ্যে আরও কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলির মধ্যে রয়েছে টিকাকরণ, স্কুল ড্রপ আউট কমানো, মহিলাদের স্বনির্ভর দলের সাথে যুক্ত করে স্বনির্ভর করে তোলা, স্বচ্ছতা এবং পুষ্টি বাগান ইত্যাদি।


মুখ্যমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত হিসাবে প্রত্যেক চিহ্নিত গ্রামকে ১২,৬৩,৬৩৫ টাকা করে দেওয়া হয়েছে। উপরন্তু উল্লেখিত তারিখের পর সংশ্লিষ্ট প্রত্যেক চিহ্নিত গ্রামকে ১,৮১,৮ ১৮ টাকা করে দেওয়া হয়েছে।




Assembly News : প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু, নতুন ৪টি জাতীয় সড়কের জন্য কেন্দ্রকে প্রস্তাব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad